কুমিল্লার বুড়িচং উপজেলায় মো. হোসেইন নামে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বিষপান করিয়ে ও অণ্ডকোষে এসিড ঢেলে হত্যার অভিযোগ উঠেছে। কুমিল্লা জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। হোসেইন মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের আবু তাহেরের ছেলে। সে শিকারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

এলাকাবাসী ও নিহতের স্বজন জানান, দুই মাস আগে বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের মইনুল হোসেনের মুদি দোকানে চুরি হয়। এ ঘটনায় গ্রাম্য সালিশের মাধ্যমে সাইমুন নামে একজন জড়িত থাকার অভিযোগ প্রমাণ হলে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন মাতবররা। ওই সালিশে সাক্ষ্য দেন হোসেইনের বাবা আবু তাহের। এতে ক্ষুব্ধ হয় সাইমুন।

আবু তাহের বলেন, ৩১ মে সাইমুন ও তার ভাই আলাউদ্দিন মিলে আমার ছেলেকে রাস্তা থেকে ধরে নিয়ে জোরপূর্বক বিষপান করায় এবং তার অণ্ডকোষে এসিড ঢেলে ঝলসে দেয়। এর পর থেকে সে কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

হাসপাতালের আইসিইউ বিভাগের মেডিসিন কনসালট্যান্ট অরূপ কুমার রায় জানান, বিষক্রিয়ায় শিশুটির গলা ফুলে গিয়েছিল। সে শ্বাসকষ্টে ভুগছিল। তার অণ্ডকোষ সম্পূর্ণ ঝলসে গিয়েছিল। গতকাল বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, হোসেইনের মা বাদী হয়ে সাইমুন ও আলাউদ্দিনের নামে থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হত য হ স ইন

এছাড়াও পড়ুন:

হীরার গয়না, সৌরবিদ্যুৎ প্যানেল, কোটি টাকা—বিশ্বকাপজয়ী ভারতের মেয়েদের জন্য একের পর এক পুরস্কারের ঘোষণা

বিশ্বকাপ জেতার সুবাদে প্রাইজমানি হিসেবে আইসিসির কাছ থেকে ৪৪ লাখ ৮০ হাজার ডলার (৫৪ কোটি ২৬ লাখ টাকা) পেয়েছে ভারত নারী ক্রিকেট দল। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) বিশ্ব চ্যাম্পিয়ন দলকে ৫১ কোটি রুপি অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে। তবে এখানেই শেষ নয়, একের পর এক আসছে আরও পুরস্কারের ঘোষণা।

ভারতের সুরাটের শিল্পপতি ও রাজ্যসভার সদস্য গোবিন্দ ঢোলাকিয়াও ভারতীয় নারী ক্রিকেট দলকে বিশ্বকাপ জয়ের জন্য এক অভিনব পুরস্কারের ঘোষণা দিয়েছেন। হীরার গয়না আর সৌরবিদ্যুতের প্যানেল—এই দুই উপহার পৌঁছে যাবে চ্যাম্পিয়ন দলের প্রতিটি ক্রিকেটারের ঘরে।

ঢোলাকিয়া শ্রী রামকৃষ্ণ এক্সপোর্টস প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এমেরিটাস। ফাইনালের আগেই তিনি বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লাকে চিঠি লিখে জানান, ভারতীয় দলের প্রতিটি সদস্যকে তিনি ‘হাতে তৈরি প্রাকৃতিক হীরার গয়না’ দিতে চান। তাঁর ভাষায়, এটি হবে ক্রিকেটারদের মেধা আর দৃঢ়তার প্রতি কৃতজ্ঞতার নিদর্শন।

শুধু তা–ই নয়, ঢোলাকিয়া চিঠিতে আরও লিখেছেন, প্রতিটি খেলোয়াড়ের বাড়ির ছাদে বসানোর জন্য সৌরবিদ্যুতের প্যানেলও উপহার দিতে চান তিনি—‘যেন দেশের জন্য যে আলো তারা ছড়িয়েছে, সেই আলো সব সময় তাদের জীবনেও জ্বলতে থাকে।’

প্রথমবারের মতো নারী বিশ্বকাপ জিতল ভারত

সম্পর্কিত নিবন্ধ