কলম্বো টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এসে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কত্ব ছাড়ার  পেছনে ‘তিন ফরম্যাটে তিন অধিনায়ক তত্বে’ বিশ্বাসী নন বলে উল্লেখ করেছেন। 

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণার আগে মেহেদী মিরাজকে ওয়ানডের নেতৃত্বভার দেওয়া হয়েছিল। শান্তর সঙ্গে বিষয়টি নিয়ে আলাপও করা হয়নি। এর মধ্য দিয়ে তিন অধিনায়ক যুগে প্রবেশ করেছিল বাংলাদেশ। 

নাজমুল শান্ত ছিলেন টেস্ট অধিনায়ক, মেহেদী মিরাজ ওয়ানডের দায়িত্ব পেয়েছিলেন। তার আগে লিটন দাসকে দেওয়া হয়েছিল টি-২০’র নেতৃত্বভার। শান্ত টেস্ট নেতৃত্ব ছেড়ে দেওয়ায় এখন নতুন কাউকে অধিনায়ক করতে হবে বিসিবির। 

ওই লড়াইয়ে নিশ্চিতভাবেই এগিয়ে থাকবেন মেহেদী মিরাজ। টেস্ট ফরম্যাটের নিয়মিত ক্রিকেটার তিনি। ব্যাটে-বলে ভালো করছেন। ওয়ানডের নেতৃত্ব পাওয়ায় টেস্ট এবং ওয়ানডে দলের নেতৃত্বে থাকতে পারেন মিরাজ। লিটনকে রাখা হতে পারে কেবল টি-২০ ফরম্যাটে। 

অবশ্য লিটন দাসকেও টেস্টের অধিনায়ক হিসেবে বিবেচনা করা হতে পারে। কারণ ওয়ানডে দলে তার জায়গা পাকা না হলেও টেস্টে রান পাচ্ছেন তিনিও। এক্ষেত্রে মিরাজকে এগিয়ে রাখছেন জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকার। 

তিনি একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘শান্ত টেস্ট নেতৃত্বে ভালো করছিল। এখন ব্যাটিংয়ে আরো মনোযোগ বাড়াতে পারবে। পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে মিরাজ এগিয়ে থাকবে। লিটনের কথাও আসতে পারে। তবে মিরাজই এগিয়ে। অধিনায়ক হিসেবে সে যথেষ্ট ক্যাপাবল।’ 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কুষ্টিয়ায় বিএনপির মনোনয়নবঞ্চিত নেতার অনুসারীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন দলীয় মনোনয়ন না পাওয়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তাঁর অনুসারী নেতা-কর্মীরা। আজ সোমবার রাত ৯টার দিকে শহরের মজমপুর রেলগেটে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন তাঁরা।

সেখানে বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি প্রতিবাদ মিছিলও করেন। এ ছাড়া সদর উপজেলার মধুপুর-লক্ষীপুর এলাকাতেও সোহরাব উদ্দিনের সমর্থকেরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।

বিক্ষোভকারী নেতা-কর্মীদের দাবি, সোহরাব উদ্দিন কুষ্টিয়া-৩ আসনের তিনবারের সংসদ সদস্য। তিনি দীর্ঘদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এর বদলে এখানে অন্য কাউকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না। তাই অবিলম্বে এ সিদ্ধান্ত পরিবর্তন করে সোহরাব উদ্দিনকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান তাঁরা।

এর আগে সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুষ্টিয়া-৩ (সদর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব জাকির হোসেন সরকার।

এ বিষয়ে মনোনয়নবঞ্চিত সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন বিষয়টি স্বীকার করে বলেন, ‘শুনেছি আমার সমর্থকেরা বিক্ষোভ করছেন। আমি শহরের বাইরে আছি।’ এর বেশি কথা বলেননি তিনি।

জানতে চাইলে বিএনপি মনোনীত প্রার্থী জাকির হোসেন সরকার বলেন, কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, যিনি মনোনয়ন পাবেন, তাঁর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবে এ নির্দেশনা যদি কেউ না মানেন, তাহলে কেন্দ্র ব্যবস্থা নেবে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হাসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণ করেছি।’

কুষ্টিয়ার অন্য তিনটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীরা হলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-২ (মিরপুর-ভোড়ামারা) আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি।

সম্পর্কিত নিবন্ধ