সিরাজগঞ্জের কাজীপুরে হবিবর রহমান হবি হত্যা মামলায় একই পরিবারের তিনজনসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক কানিজ ফাতিমা এ রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি গোলাম সরোয়ার খান নবাব রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলায় সাত আসামির মধ্যে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। অন্যজনকে খালাস দেওয়া হয়।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন–কাজীপুর উপজেলার পাটগ্রাম এলাকার জুড়ান শেখ, তাঁর স্ত্রী লাভলী ও ছেলে আমির হোসেন; সোনা মল্লিকের ছেলে নজরুল ইসলাম, অসীম খাঁর ছেলে কুড়ান খাঁ ও শাহ আলীর স্ত্রী ফুলমালা।

মামলা থেকে জানা যায়, ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর রাতে খাবার খেয়ে নাতি মেহেদী হাসান শুভকে নিয়ে ঘুমিয়ে পড়েন হবিবর রহমান। এর পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ২ অক্টোবর বাড়ির পাশে ফসলি জমিতে পানির মধ্যে তাঁর লাশ পাওয়া যায়। হবিবর রহমান প্রতিবেশী ফুলমালা খাতুনের বাড়িতে গোপনে যাতায়াত করতেন। এর জেরে ফুলমালা খাতুনসহ আসামিরা হবিবরকে শ্বাসরোধে হত্যা করেন। 

এ ঘটনায় নিহতের ছেলে আবুল কালাম আজাদ বাদী হয়ে ফুলমালাসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৪-৫ জনকে আসামি করে কাজীপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ২৭ জানুয়ারি পুলিশ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন

হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। তবে এ বিষয়ে ২৮ আগস্ট জারি করা সুপ্রিম কোর্টের ৩৯৭-এ নম্বর বিজ্ঞপ্তির আংশিক সংশোধন আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সরকার এক তথ্য বিবরণীতে বিজ্ঞপ্তির আংশিক সংশোধনের বিষয়টি জানায়। 

সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন যৌথভাবে ডিভিশন বেঞ্চে বসবেন। তারা হাইকোর্টের মূল ভবনের ২৩ নম্বর কক্ষে নির্ধারিত তারিখে বেলা ১১টা ৪০ থেকে দুপুর ২টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।

এ সময়ে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংশ্লিষ্ট মামলা, জরুরি ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল ও জামিন সংক্রান্ত আবেদনপত্র, জেল আপিল, রিভিশন এবং অন্যান্য ফৌজদারি বিবিধ মামলার শুনানি হবে। এছাড়া, বেঞ্চে স্থানান্তরিত বিষয়গুলোতেও শুনানি ও আদেশ দেওয়া হবে।

ঢাকা/নঈমুদ্দীন/টিএই

সম্পর্কিত নিবন্ধ