বাংলাদেশ-চীন মৈত্রী ষষ্ঠ সেতুর (মুক্তারপুর সেতু) টোলের অর্থ জমা রাখার জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (৩০ জুন) সেতু বিভাগের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর করা হয়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও হিসাব) ও যুগ্ম সচিব খন্দকার নূরুল হক এবং মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক ড.

মো. জাহিদ হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেছেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সেতু, টানেল এবং সেতু বিভাগের স্থাপনা থেকে আদায় করা টোলের অর্থের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন। এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে মুক্তারপুর সেতু থেকে আদায় করা টোলের অর্থ নিরাপদ স্থানে যথাযথ সময়ে জমা হবে। সবাই এর সুফল পাবে।

তিনি বলেছে, সেতু, টানেল ও অবকাঠামো থেকে আদায় করা টোলের অর্থ যাতে নিরাপদে, স্বচ্ছভাবে এবং সময়মতো সরকারি হিসাবে জমা হয়, সে লক্ষ্যেই আমরা এসব চুক্তি করছি। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মার্কেন্টাইল ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা।                            

অনুষ্ঠানে সেতু সচিব বলেছেন, “সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মহোদয়ের নির্দেশনায় আমরা টোল ব্যবস্থাপনাকে আরো কার্যকর ও জবাবদিহিমূলক করতে চাই।”

তিনি আরো বলেন, “মার্কেন্টাইল ব্যাংকের সঙ্গে এই সমঝোতা কেবল অর্থ জমার একটি প্রক্রিয়া নয়, এটি আমাদের দায়বদ্ধতার প্রতীক। এই চুক্তির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা, সময়ানুগ হিসাব এবং প্রশাসনিক দক্ষতা—সবই নিশ্চিত হবে।”

চুক্তি অনুযায়ী, মুক্তারপুর সেতু থেকে প্রাপ্ত টোলের অর্থ নির্ধারিত সময়সীমার মধ্যে নির্ভরযোগ্যভাবে ব্যাংকে জমা হবে। এর ফলে টোল ব্যবস্থাপনায় আর্থিক স্বচ্ছতা, নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সেতু বিভাগের সচিব অনুষ্ঠানে উপস্থিত সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেছেন, টোল ব্যবস্থাপনায় প্রযুক্তি ও ব্যাংকিং খাতের সংযুক্তি আমাদের সক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেবে। আমরা চাই, জনগণের অর্থ যেন নিরাপদে রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত হয়। এই চুক্তি সেই পথকে সুদৃঢ় করল।

ঢাকা/এএএম/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ল র অর থ অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

বঙ্গবন্ধুকে নিয়ে যা লিখলেন শাকিব খান 

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবস। ১৯৭৫ সালের এই দিনে বিপথগামী একদল সেনাসদস্য বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। শেখ হাসিনা সরকারের শাসনামলে ১৫ আগস্ট দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হতো। অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে দিনটি আর সরকারিভাবে পালিত হচ্ছে না।

তবে সামাজিক মাধ্যমে নেটিজেনরা শোক পালন করছেন। তারা বঙ্গবন্ধুর ছবির সঙ্গে কেউ কেউ জুড়ে দিয়েছেন কবিতা আবার কেউ কেউ জুড়ে দিচ্ছেন নিজস্ব মতামত। এই তালিকায় রয়েছেন শোবিজ তারকারাও।

শুক্রবার শাকিব খান এক ফেসবুক পোস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন। ঢালিউডের এই সুপারস্টার বঙ্গবন্ধুর একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।’’ 

আরো পড়ুন:

শাকিবকে নিয়ে তিন সিক্যুয়েল

শাকিবের ‘রহস্যময়’ বার্তা

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ