বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

বিমান বাহিনীর কর্মকর্তা মোস্তফা মাহমুদকে প্রেষণে এ নিয়োগ দিয়ে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো.

মঞ্জুর কবীর ভূঁইয়াকে সরিয়ে দেওয়া হয়। তাকে বিমান বাহিনীতে ফিরিয়ে নিতে ওইদিন তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব ব চক

এছাড়াও পড়ুন:

শিবচরে গাড়ি চাপায় নারী নিহত

ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে গাড়ি চাপায় অজ্ঞাতনামা (৪৫) এক নারী নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের কুতুবপুরে মুন্সির বাজার এলাকায় অজ্ঞাতনামা এক নারীকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। শিবচর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওই নারী ভোরে মহাসড়ক পারাপার হওয়ার সময় অজ্ঞাতনামা কোন গাড়ি চাপা দিলে তার মৃত্যু হয় বলে পুলিশ ধারণা করছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা/বেলাল/এস

সম্পর্কিত নিবন্ধ