দেশের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক ওয়ালটন ডিজি-টেককে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই সহযোগিতার লক্ষ্য হলো ওয়ালটনের ওয়ার্কিং ক্যাপিটাল এবং আর্থিক কার্যক্রম আরো সহজ ও সুবিধাজনক করা।

এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক ওয়ালটনকে কাস্টমাইজড ডিজিটাল পেমেন্ট সল্যুশন প্রদান করবে, যার ফলে ওয়ালটন ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’ ব্যবহার করে সরাসরি লেনদেন করতে পারবে। এটি ‘কর্পনেট’ মেকার মডিউলের মাধ্যমে ম্যানুয়াল ইনপুটের প্রয়োজনীয়তা দূর করবে, যা মানুষের দ্বারা সংঘটিত ভুল-ত্রুটি হ্রাস করে নিরাপদ ও রিয়েল-টাইম ডেটা ট্রান্সফার নিশ্চিত করবে।

ওয়ালটন রিয়েল-টাইমে অ্যাকাউন্টের অবস্থা পর্ববেক্ষণ করতে পারবে, যা প্রতিষ্ঠানটির দ্রুত আর্থিক সিদ্ধান্ত, অটোমেটেড রিকনসিলিয়েশন এবং ট্রানজ্যাকশন প্রসেসিং থেকে পণ্য সরবরাহ পর্যন্ত উন্নত পরিচালনগত দক্ষতা নিশ্চিত করবে।

২৫ জুন ২০২৫ ওয়ালটনের কর্পোরেট অফিসে ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো.

লিয়াকত আলী এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তি কর্পোরেট ক্লায়েন্টদের ক্রমবর্ধমান ব্যবসায়িক চাহিদা পূরণে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ফাইন্যান্সিয়াল সল্যুশন প্রদানের ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

ঢাকা/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার

রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।

গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।

সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।

ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’

সম্পর্কিত নিবন্ধ