চট্টগ্রামে গ্যাসের গন্ধ, আতঙ্কিত না হতে অনুরোধ কেজিডিসিএলের
Published: 4th, July 2025 GMT
চট্টগ্রামে নগরের বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বাসিন্দারা। বৃহস্পতিবার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়ে অনেকেই পোস্ট দেন। তবে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের (কেজিডিসিএল) প্রকৌশলীরা জানান, আতঙ্কিত হওয়ার কিছু নেই। গ্যাসের পাইপ লাইনের লিকেজ শনাক্তে কেমিক্যাল ব্যবহার করা হয়। সেটির গন্ধ পাচ্ছেন বাসিন্দারা। লিকেজগুলো মেরামতের কাজ চলছে।
হালিশহরের বাসিন্দা রেজাউল সাইমুন ও পাহাড়তলীর হাজী ক্যাম্প এলাকার বাসিন্দা জামাল উদ্দিন জানান, তারা বিকেল থেকে তাদের এলাকায় গ্যাসের গন্ধ পাচ্ছেন। তবে কেজিডিসিএল আগে থেকে নগরবাসীকে অবহিত না করায় আতঙ্ক ছড়িয়েছে।
এ বিষয়ে কেজিডিসিএলের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের সহকারী প্রকৌশলী মাহমুদুর রহমান বলেন, এটি আমাদের নিয়মিত কাজের অংশ। লিকেজ শনাক্ত করতে গন্ধ পাওয়ার জন্য ক্যামিকেল (ওডোরেন্ট) ব্যবহার করা হয়। সেটির গন্ধ পাচ্ছেন ওই এলাকার বাসিন্দারা। লিকেজ মেরামতের কাজ চলছে। বাসিন্দাদের আতঙ্কিত হওয়ার কিছুই নেই। আশা করছি, দ্রুত এ গন্ধ বন্ধ হয়ে যাবে।
কেজিডিসিএলের ইঞ্জিনিয়ার সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: ক জ ড স এল আতঙ ক
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন