যুক্তরাষ্ট্রের কংগ্রেসে চূড়ান্ত বাধা পেরিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’।
স্থানীয় সময় বৃহস্পতিবার কংগ্রেসের রিপাবলিকান নিয়ন্ত্রিত নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অল্প ব্যবধানে কর হ্রাস ও সরকারি ব্যয়ের বিশাল এই প্যাকেজ পাস হয়।
প্রতিনিধি পরিষদে ২১৮-২১৪ ভোটের ব্যবধানে বিলটি পাস হয়েছে। পরে এতে সই করেন স্পিকার মাইক জনসন। আলোচিত এই বিলটি কংগ্রেসে পাস হওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বড় জয় হিসেবে দেখা হচ্ছে। বিলটি নিয়ে ট্রাম্পের নিজ দলেও প্রবল বিরোধিতা ছিল।
শেষ পর্যন্ত বিলটি পাস হওয়ায় রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এখন তিনি সই করলেই বিলটি আইনে পরিণত হবে।
এর আগে মঙ্গলবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিলটি কোনোরকম উতরে যায়। সিনেটে বিলটি ৫১-৫০ ভোটে পাস হয়। বিলের পক্ষে-বিপক্ষে সমান ভোট পড়ায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ‘টাই’ ভেঙে বিলের পক্ষে ভোট দেন। বিলটির বিপক্ষে ভোট দেওয়া ডেমোক্র্যাটদের ৪৭ সদস্যের সঙ্গে ৩ জন রিপাবলিকানও যোগ দেন।
এই বিলে কম আয়ের মার্কিন নাগরিকদের জন্য মেডিকেইড নামের স্বাস্থ্য কর্মসূচি ও খাদ্যসহায়তা কর্মসূচির খরচ থেকে প্রায় ৯৩ হাজার কোটি ডলার কাটাছাঁটের কথা বলা হয়েছে। এতে লাখ লাখ আমেরিকান স্বাস্থ্য বিমার বাইরে চলে যাবেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের জালে জাপানের ১১ গোল
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ছেলেদের উড়ন্ত সূচনার পর এবার মেয়েদের দিয়ে শুরু হলো হতাশার। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই জাপানের বিপক্ষে রীতিমতো ব্যর্থতার ছবি আঁকল বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ নারী হকি দল। চীনের দাজু হকি ট্রেইনিং সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে তারা হেরেছে ১১-০ গোলে।
ম্যাচের শুরুটা অবশ্য খুব একটা খারাপ ছিল না। প্রথম কোয়ার্টারে একটি মাত্র গোল হজম করেই প্রতিরোধ গড়ার আভাস দিয়েছিল লাল-সবুজের মেয়েরা। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ছন্দপতন ঘটে। দ্বিতীয় কোয়ার্টারে আরও দুই গোল হজম করে বাংলাদেশ। বিরতিতে যাওয়ার আগে স্কোরলাইন দাঁড়ায় ৩-০।
তৃতীয় কোয়ার্টারে কিছুটা লড়াইয়ের চেষ্টা ছিল বাংলাদেশের। জাপান সেখান থেকে মাত্র একবারই জাল খুঁজে নেয়। তবে শেষ কোয়ার্টারে পুরোপুরি ভেঙে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ। মাত্র ১৫ মিনিটে হজম করে আরও ৭ গোল। তাতেই ১১-০ গোলের বিশাল ব্যবধানে পরাজয়ের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশ দলকে।
আজ বাংলাদেশ পুরুষ দলের খেলা নেই। আগামীকাল ছেলেরা লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে। প্রথম ম্যাচে হংকংকে গতকাল ৩-০ গোলে হারায় তারা। কাল দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে মেয়েরা। দুটি ম্যাচই চীন সময় বিকেলে।