আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ছাত্রসংগঠন ‘বাংলাদেশ ছাত্রপক্ষ’–এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ প্রিন্স ও সাধারণ সম্পাদক রাফিউর রহমান ফাত্তাহ।

শুক্রবার (৪ জুলাই) বিজয়নগর দলীয় কার্যাল‌য়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা ক‌রেন প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার সানি আব্দুল হক।

কাউন্সিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রপক্ষের প্রধান তত্তাবধায়ক ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হক সানী, এবি পার্টির সহকারী অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ প্রিন্স বলেন, “আমরা সংগঠনের গঠনতন্ত্র, ঘোষণাপত্র ও মূল আদর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ থাকব। সাম্য ও অধিকার ভিত্তিক নতুন প্রজন্মের ছাত্র সংগঠন এর বার্তা সারা দেশের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেব। জুলাইকে ধারণ করে এগিয়ে যাবে ছাত্রপক্ষ। আমদের সংগঠনের নেতৃত্ব হবে পরিশ্রমী, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাফিউর রহমান ফাত্তাহ বলেন, “সকল কাউন্সিলর, কর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলছি—আমরা সকলের মতামত ও অংশগ্রহণকে সম্মান জানিয়ে আগামী দিনের সাংগঠনিক কাজ পরিচালনা করব। ছাত্রপক্ষ থাকবে গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে সক্রিয়।”

নির্বাচনের মাধ্যমে গঠিত এই কেন্দ্রীয় কমিটি আগামী মেয়াদে ছাত্রসমাজের অধিকার রক্ষায় এবং সংগঠনের নীতিগত অবস্থান রক্ষা ও বাস্তবায়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করবে—এ প্রত্যাশা সকলের।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রপক ষ স গঠন

এছাড়াও পড়ুন:

শুরুতে ফিরলেন ওপেনার তানজিদ 

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। ফিরেছেন ওপেনার তানজিদ তামিম।

বাংলাদেশ ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৬ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন পারভেজ ইমন ও নাজমুল শান্ত। তানজিদ ৯ রান করে ফিরেছেন। 

বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন এনেছে। লিটন দাসকে বাদ দিয়ে শামীম পাটোয়ারিকে একাদশে নেওয়া হয়েছে। তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে হাসান মাহমুদকে নেওয়া হয়েছে। শ্রীলঙ্কাও দুই পরিবর্তন এনেছে। পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকের জায়গায় একাদশে ঢুকেছেন স্পিনার দুনিথ ভেল্লালাগে। এসান মালিঙ্কার বদলে খেলছেন পেসার দুশমন্ত চামিরা।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী মিরাজ, জাকের আলী, শামীম পাটোয়ারি, তানজিম সাকিব, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুষ্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথা আশালঙ্কা, জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, দুশমন্ত চামিরা, আসিথা ফার্নান্দো। 

সম্পর্কিত নিবন্ধ