ভারি বৃষ্টিতে বরিশাল নগরের বেশিরভাগ সড়ক পানির নিচে
Published: 9th, July 2025 GMT
বরিশালসহ দক্ষিণাঞ্চলে গত চারদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার দিবাগত রাতে থেকে ভারি বৃষ্টি শুরু হয়। এতে নগরীর বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে।
বুধবার নগরের অন্যতম নবগ্রাম সড়কে গিয়ে দেখা যায়, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে বটতলা বাজার পর্যন্ত দুই লেনের সড়ক ডুবে গেছে। ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসা বাড়িতে পানি ঢুকেছে। অলিগলিগুলো পানিতে ডুবে থাকায় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন।
একই অবস্থা নগরের আরেকটি গুরুত্বপূর্ণ সড়ক বগুড়া রোড মুন্সীর গ্রেজ এলাকা, সরকারি বালিকা বিদ্যালয় এলাকা, নগরের নিন্মাঞ্চল হিসাবে পরিচিত সাগরদী ধান গবেষণা এলাকার জিয়া সড়ক, পলাশপুর ভাটিখানাসহ বিভিন্ন এলাকা তলিয়ে গেছে।
জানা গেছে, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। অনেক এলাকায় পানি জমে থাকায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হয়েছে।
ব্যাটারিচালিত রিকশাচালক সালাম বলেন, ‘পানির কারণে সড়কে যানবাহন চালানো দুষ্কর হয়ে পড়েছে। পানিতে গাড়ি বিকল হয়ে যাচ্ছে।’
বরিশাল আবহাওয়া অফিসের ইনচার্জ আনিসুর রহমান বলেন, ‘বুধবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আরও কিছুদিন বৃষ্টি থাকবে।’
একই সময়ে পটুয়াখালীতে ১৫৩ মিলিমিটার ও বরগুনায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। এসব জেলার শহরগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জলানুসন্ধান বিভাগের উপ সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম বলেন, দক্ষিণাঞ্চলের সব নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শুঁটকিপল্লির ব্যস্ত সময়
২ / ৮টুকরি থেকে মাছগুলো ঢালা হচ্ছে