বৃষ্টিস্নাত সন্ধ্যায় ভিন্নধর্মী এক আয়োজনে ছিল বর্ষার সৌন্দর্য, গানের সুর আর আবৃত্তির আবেশ। গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে ‘বাদল দিনের প্রথম কদম ফুল’ শীর্ষক এই আয়োজন করে স্কয়ার টয়লেট্রিজের ব্র্যান্ড ‘মায়া’ এবং এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ।

অনুষ্ঠানে ছিল শিল্পী শামা রহমানের একক সংগীত পরিবেশনা এবং অভিনেতা, নির্মাতা ও শিল্পী আফজাল হোসেনের হৃদয়ছোঁয়া পাঠ। প্রতিটি পরিবেশনায় মিশে ছিল বর্ষায় হৃদয়ের ব্যাকুলতা, আনন্দ, অভিমান, অন্তর্গত দ্বন্দ্ব, দ্রোহ, প্রেম আর বিরহের স্নিগ্ধ স্পর্শ।

দেশের গণমাধ্যম, ব্যবসা, সংস্কৃতি ও শিল্পজগতের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি বর্ণাঢ্য হয়ে ওঠে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, হামীম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ, কথাসাহিত্যিক আনিসুল হক, স্থপতি মুস্তাফা খালিদ পলাশ, সংস্কৃতি অনুরাগী আবুল খায়ের লিটু এবং অভিনেতা জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, আফসান আরা বিন্দু, রুনা খান প্রমুখ।

অনুষ্ঠানে এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক রুমানা চৌধুরী বলেন, ‘শৈশবে বৃষ্টিতে ভেজার নিষ্পাপ আনন্দ, ঝোড়ো হাওয়ায় উদ্বেলিত মন কিংবা সিক্ত কদম ফুল হাতে কল্পনায় হারিয়ে যাওয়া—এই সবকিছুর মধ্য দিয়েই বর্ষা হয়ে ওঠে স্মৃতির ঝাঁপি খুলে বসার এক নিঃশব্দ আহ্বান। আর ঠিক তখনই কানে বাজে কোনো গুনগুন, কোনো সুর, কোনো পরিচিত গান। বর্ষার এই সব আমেজ নিয়েই আমাদের আজকের আয়োজন।’ এম ডব্লিউর সাংস্কৃতিক যাত্রায় বরাবরের মতো এবারও পাশে থাকার জন্য ‘মায়া’কে ধন্যবাদ জানান তিনি।

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাঈদ বলেন, ‘মায়া’ ব্র্যান্ডের নিজস্ব দর্শন এবং বাঙালির শিল্প-সংস্কৃতির প্রতি তাদের দায়বদ্ধতার কথা। তাঁর মতে, ‘মায়া’ কেবল একটি স্কিনকেয়ার ব্র্যান্ড নয়, বরং রূপচর্চার এমন একটি অনুষঙ্গ, যা প্রকৃতির বিশুদ্ধতা ও বাঙালির চিরায়ত নান্দনিকতাকে ধারণ করে।

আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল সান কমিউনিকেশনস লিমিটেড। ধারণকৃত অনুষ্ঠানটি আজ রোববার রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ