‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’— প্রতিপাদ্য সামনে রেখে নড়াইলে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ নড়াইলের আয়োজনে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, বন বিভাগের জোনাল অফিসার খন্দকার গিয়াস উদ্দিন, নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জসিম উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম প্রমুখ।
আরো পড়ুন:
খুবিতে শহীদ মীর মুগ্ধ স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি
সিরাজগঞ্জে ১৩ শহীদের স্মরণে ১৩ চারা রোপণ
সপ্তাহব্যাপী মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নার্সারির ১০টি স্টল অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শারমিন আক্তার জাহান বলেন, ‘‘শিক্ষার্থীদের ২টি করে ফলের চারা বিতরণ করেছি। তারা তাদের বাড়ির আঙিনায় লাগাবে। পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। প্রত্যেককে অন্তত ১টি করে গাছ লাগানো উচিৎ।’’
উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
ঢাকা/শরিফুল/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৬ মাসে ৮৭ বিলিয়ন ডলার রাজস্ব আয় যুক্তরাষ্ট্রের
২০২৫ সালের প্রথম ছয় মাসে মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক থেকে ৮৭ বিলিয়ন ডলারেরও বেশি রাজস্ব আয় করেছে। মার্কিন অর্থদপ্তর থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে বৃহস্পতিবার এএফপি এ তথ্য জানিয়েছে।
বুধবার প্রকাশিত সর্বশেষ মাসিক তথ্য অনুসারে, জুনের শেষ পর্যন্ত ৮৭ বিলিয়ন ডলারেরও বেশি শুল্ক রাজস্ব আয় হয়েছে, যা ২০২৪ সালে সংগৃহীত ৭৯ বিলিয়ন ডলারের তুলনায় বেশি।
হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী মার্কিন অর্থনৈতিক নীতিমালাকে ছিঁড়ে ফেলেছেন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি দেশের সাথে চুক্তিতে পৌঁছেছে যেখানে বিদ্যমান শুল্কের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি শুল্ক আরোপ করা হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ট্রাম্প যে সর্বোচ্চ হার আরোপের হুমকি দিয়েছিলেন তার চেয়েও যথেষ্ট কম।
জুন মাসে শুল্ক রাজস্ব ২৬ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা জানুয়ারিতে সংগৃহীত পরিমাণের প্রায় চারগুণ বেশি।
ট্রাম্প বৃহস্পতিবার জানিয়েছেন, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের উপর তিনি যে ব্যাপক শুল্ক আরোপ করেছেন তা আমেরিকাকে ‘আবার মহান ও ধনী’ করে তুলছে। কারণ ১ আগস্টের সময়সীমার ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে ওয়াশিংটনের সাথে চুক্তিতে পৌঁছাতে দৌড়ঝাঁপ শুরু করেছে বিভিন্ন দেশ।
তিনি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, “এক বছর আগে আমেরিকা একটি মৃত দেশ ছিল, এখন এটি বিশ্বের যে কোনো জায়গায় সবচেয়ে জনপ্রিয় দেশ।”
ঢাকা/শাহেদ