শিক্ষক মাসুকার কবরে বিমানবাহিনী ও বিএনপির শ্রদ্ধা
Published: 25th, July 2025 GMT
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষক মাসুকা বেগমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনী। আজ শুক্রবার বেলা সোয়া দুইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া বিএনপির পক্ষ থেকেও তাঁর কবর জিয়ারত করেছেন কয়েকজন নেতা-কর্মী।
আজ দুপুরে স্কোয়াড্রন লিডার মশিউর রহমানের নেতৃত্বে বিমানবাহিনীর ১০ সদস্যদের একটি দল সোহাগপুর গ্রামে পৌঁছায়। পরে তারা কবরে ফুলের তোড়া দিয়ে সালাম প্রদর্শনের পাশাপাশি মাসুকার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
আরও পড়ুনছোট থেকেই মাসুকা শিক্ষক হতে চেয়েছিলেন, দুর্ঘটনার সময় শ্রেণিকক্ষে পড়াচ্ছিলেন২৩ জুলাই ২০২৫মশিউর রহমান বলেন, ‘মাসুকা নিজের জীবন বাজি রেখে অনেক শিশুর জীবন রক্ষা করেছেন এবং তাঁর নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা তাঁর পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করছি। আমি নিশ্চিত তাঁর এই মহান আত্মত্যাগ দেশবাসী মহান শ্রদ্ধা ভরে চিরকাল স্মরণ রাখবেন। বিমানবাহিনী সব সময় তাঁর পরিবারের পাশে আছে।’
বিমান দুর্ঘটনার তদন্তের বিষয়ে মশিউর রহমান সাংবাদিকদের বলেন, ‘এ ব্যাপারে কার্যক্রম চলমান। তদন্ত শেষে আপনাদের জানানো হবে। বিমানবাহিনীর দল কাজ করছে।’
মাসুকার কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব ম নব হ ন র কবর
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।