অবশেষে জানা গেল কবে হবে এশিয়া কাপ
Published: 26th, July 2025 GMT
এশিয়া কাপ ক্রিকেট নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। ঢাকায় হয়ে যাওয়া এসিসির বার্ষিক সাধারণ সভার পরও সূচি নিশ্চিত করা যায়নি। অবশেষে এশিয়া কাপের দিন–তারিখ নিশ্চিত করেছেন এসিসির চেয়ারম্যান মহসিন নাকভি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘আমি সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া ২০২৫ এশিয়া কাপের সূচি চূড়ান্ত করার খবর নিশ্চিত করছি। মর্যাদার এই টুর্নামেন্ট ৯ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আমরা দৃষ্টিনন্দন ক্রিকেট দেখার জন্য অপেক্ষায় আছি।’
আরও পড়ুনআগস্টে নেপাল বা নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজ খেলতে পারে বাংলাদেশ৩৮ মিনিট আগেটুর্নামেন্টের চূড়ান্ত সূচি দ্রুতই প্রকাশ করা হবে বলেও নিজের টুইটে উল্লেখ করেন মহসিন নাকভি। এবারের এশিয়া কাপের স্বাগতিক ভারত। তবে এশিয়া কাপের আয়োজক ভারত বা পাকিস্তান হলে খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে, এই সিদ্ধান্ত আগেই নেওয়া। এবার তাই টুর্নামেন্টটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
এবারের এশিয়া কাপ নিয়ে জটিলতা বাড়ে গত মে মাসে ভারত ও পাকিস্তান যুদ্ধে জড়ালে। এসিসির এই দুই প্রভাবশালী দেশ একে অপরের বিরুদ্ধে ক্রিকেট খেলবে না, এমন কথাও ভেসে আসে। ঢাকায় এজিএম হওয়া নিয়েও মুখোমুখি দাঁড়ায় দুই দেশের ক্রিকেট বোর্ড।
তবে শেষ পর্যন্ত অনলাইনে এজিএমে যোগ দেয় ভারত। তখন মহসিন নাকভি জানিয়েছিলেন, জমে থাকা কিছু ইস্যুর সমাধান করে এশিয়া কাপের কথা আনুষ্ঠানিকভাবে জানাতে চান। ওই ঘটনার দুই দিন পরই এশিয়া কাপের সময় আনুষ্ঠানিকভাবে জানালেন নাকভি।
আরও পড়ুনবিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহর ‘না’২৪ জুলাই ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি (হাতে) গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।
আবেদনে উমামা ফাতেমা লিখেছেন, ‘আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।’
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা।
ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৪২ ভোট। অন্যদিকে ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে চতুর্থ হন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা।
আরও পড়ুনডাকসুর ২৮ পদে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলো, জয়ের ব্যবধান কত১০ সেপ্টেম্বর ২০২৫