প্রায় পাঁচ বছর আগে স্থানীয় বিএনপির একটি মিছিলে হামলার অভিযোগে করা মামলায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. ইয়াছিন হিরুকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদেও রয়েছেন। গতকাল শনিবার রাতে চট্টগ্রাম শহরের কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ইয়াছিন হিরু। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে ২০২০ সালের ২০ অক্টোবর বিকেলে আনোয়ারা উপজেলার কালাবিবি দিঘির মোড়ে বিএনপির মিছিলে হামলার অভিযোগে একটি মামলা রয়েছে। গত বছরের ৭ অক্টোবর আনোয়ারা থানায় মামলাটি করেন তৌহিদ মিয়া (৩৪) নামের এক ব্যক্তি। মামলাটিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ১১২ জনকে আসামি করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

মনির হোসেন আজ রোববার সকালে প্রথম আলোকে বলেন, বিএনপির মিছিলে হামলার মামলাসহ ইয়াছিন হিরুর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর ব এনপ র

এছাড়াও পড়ুন:

বিএনপির আস্থায় দুই বেয়াই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় স্থান পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরী।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নেতা

পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় 

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-৩ আসনে প্রার্থী হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। অপরদিকে, মাগুরা-২ আসনে ধানের শীষে লড়বেন নিতাই রায় চৌধুরী।

গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলে অমিতাভ রায়ের সঙ্গে নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায়ের বিয়ে হয়েছে। তারা সম্পর্কে দুজন বেয়াই।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ