ওয়ালটন ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ, ৭ আগস্টের মধ্যে আবেদন
Published: 4th, August 2025 GMT
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি আইনি বিভাগে ‘ডেপুটি ম্যানেজার (লিগ্যাল)’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ৭ আগস্ট ২০২৫-এর মধ্যে আবেদন করতে হবে।
প্রার্থীকে এলএলএম পাস এবং বাংলাদেশ বার কাউন্সিল থেকে অ্যাডভোকেট শিপপ্রাপ্ত হতে হবে। হাইকোর্ট বিভাগের তালিকাভুক্ত আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে কমপক্ষে ৩০ বছর।
নিয়োগপ্রাপ্তকে ডিফল্ট বিনিয়োগ পুনরুদ্ধারে মামলা পরিচালনা, আইনি নোটিশ প্রদান, চুক্তিপত্র যাচাই ও মধ্যস্থতা প্রক্রিয়ায় অংশ নিতে হবে।
কর্মস্থল ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায়। বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, ইনস্যুরেন্স, প্রফিট শেয়ার, মোবাইল বিল, আংশিক ভর্তুকিযুক্ত লাঞ্চ, বার্ষিক বেতন পর্যালোচনা ও দুটি উৎসব বোনাস।
আরও পড়ুনপূবালী ব্যাংক নেবে জুনিয়র অফিসার০৩ আগস্ট ২০২৫বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুণ
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
ঢাকা করপোরেট অফিস
প্লট-১০৮৮, রোড # ৮০ ফিট-২, ব্লক-আই,
বসুন্ধরা আবাসিক এলাকা,
পোস্ট অফিস: খিলক্ষেত, থানা: ভাটারা,
ঢাকা-১২২৯
আরও পড়ুনবেসরকারি ব্যাংক নেবে ট্রেইনি রিলেশনশিপ অফিসার, বেতন ৩১,০০০০৩ আগস্ট ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আগস ট
এছাড়াও পড়ুন:
পৃথিবীর পাশ দিয়ে বিশাল এক গ্রহাণু ছুটে যাবে আজ
গতিশীল এই মহাবিশ্বে হাজার হাজার মাইল গতিতে ছুটে চলেছে নানা ধরনের গ্রহাণু। মাঝেমধ্যেই এ ধরনের গ্রহাণু আমাদের পৃথিবীর খুব কাছ দিয়ে ছুটে যায়। আজ বৃহস্পতিবার ‘২০২৫ এফএ২২’ নামের একটি গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে ছুটে যাবে। নাসা ও ইউরোপীয় স্পেস এজেন্সি জানিয়েছে, ৪৬ লাখ মাইল দূর থেকে নিরাপদে পৃথিবীকে অতিক্রম করবে গ্রহাণুটি।
নাসা ও ইউরোপীয় স্পেস এজেন্সির তথ্যমতে, ৪৯২ ফুটের চেয়ে বড় বিশাল গ্রহাণুটি ঘণ্টায় ২৪ হাজার মাইলের বেশি গতিতে পৃথিবীর পাশ দিয়ে ছুটে যাবে। আকারে বড় হওয়ায় প্রাথমিকভাবে গ্রহাণুটিকে সম্ভাব্য বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়েছিল। যদিও দূরত্বের কারণে পরে ঝুঁকির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
২০২৫ এফএ২২ গ্রহাণুর দৈর্ঘ্য ৪২৭ থেকে ৯৫১ ফুটের মধ্যে বলে অনুমান করা হচ্ছে। গত মার্চে হাওয়াইয়ের একটি বিশেষ টেলিস্কোপ ব্যবহার করে গ্রহাণুটি শনাক্ত করা হয়। গ্রহাণুটির গতিপথ চাঁদের কক্ষপথের অনেক বাইরে। গ্রহাণুটি খালি চোখে দেখা যাবে না। ২০৮৯ ও ২১৭৩ সালে আবার পৃথিবীর কাছাকাছি আসবে গ্রহাণুটি।
প্রসঙ্গত, গ্রহাণু কতটা ভয়ানক হতে পারে, তা নির্ভর করে তার আকার ও গতির ওপর। ছোট গ্রহাণু বায়ুমণ্ডলে পুড়ে ছাই হয়ে যায়, উল্কাপাতের সৃষ্টি করে। আকারে বড় গ্রহাণু কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে। তবে ৪৬০ ফুটের চেয়ে বড় গ্রহাণুগুলো পৃথিবীর ৭৪ লাখ কিলোমিটারের মধ্যে এলে সেগুলোকে বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া