আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর শেওড়াপাড়ায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা চলছে। গতকাল শুক্রবার থেকে এ মেলা শুরু হয়েছে। চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। পাহাড়ি খাবারের রেস্তোরাঁ ‘হেবাং’-এর নতুন শাখায় এই মেলার আয়োজন করেছে ক্ষুদ্র জাতিগোষ্ঠী নারী উদ্যোক্তাদের সংগঠন সাবাঙ্গি।

হেবাং–এর এই নতুন শাখার উদ্বোধন হবে অবশ্য নভেম্বর মাসে। তার আগে রেস্তোরাঁটির পরিচয় করতেই এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন হেবাং–এর স্বত্বাধিকারীদের একজন বিপলী চাকমা।‌

বিপলী চাকমা বলেন, ‘আমরা চেয়েছি আজকের দিনে শহরের মানুষ আমাদের সংস্কৃতির সঙ্গে পরিচিত হোক। আমাদের  হস্তশিল্প, তৈজসপত্রসহ নানা সামগ্রী যেন মানুষ দেখতে পায়, সে জন্যই এই আয়োজন।’ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন পণ্য সরাসরি বিক্রির প্ল্যাটফর্ম তৈরি করার জন্য এ মেলার আয়োজন বলেও জানান তিনি।

মেলায় অংশ নিয়েছেন রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে আসা ১০ জন নারী উদ্যোক্তা। হেবাং–এর মূল শাখাটি ছিল কাজীপাড়ায়। মেলার স্টলে আছে হাতে বোনা পোশাক, কৃষি পণ্য, রঙিন গয়না, পুঁতির মালা ও নানা কারুশিল্প।

আগামী নভেম্বরে শেওড়াপাড়ায় স্থান পরিবর্তন করতে যাচ্ছে হেবাং। মেলায় পাহাড়ের পোশাক, গয়না, কৃষিপণ্য থেকে শুরু করে হাল ফ্যাশনের বিভিন্ন নান্দনিক পণ্য বিক্রি হচ্ছে। মেলার ভেন্যু ৮৪৬ পূর্ব শেওড়াপাড়া, মেট্রো পিলার ৩১৮, মি.

বেকারের পেছনে, মিরপুর।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে নিবন্ধন শুরু

আড়াইহাজারের সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০৭ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত।

বিদ্যালয় সূত্রে জানা যায়, নিবন্ধনের জন্য ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও ১,০০০ টাকা (সর্বনিম্ন) নিবন্ধন ফি জমা দিতে হবে। পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়ন তহবিলে অতিরিক্ত অনুদানও গ্রহণ করা হবে।

শতবর্ষ উদযাপনকে স্মরণীয় করে রাখতে প্রকাশিতব্য স্মারক গ্রন্থের জন্য বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে কবিতা, গল্প, প্রবন্ধ (অরাজনৈতিক) ইত্যাদি রচনা আহ্বান করা হয়েছে। রচনা জমা দেওয়ার শেষ তারিখও আগামী ৩০ অক্টোবর।

এ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্যালয়ে অথবা সমন্বয়কারী মো. সেলিমের (মোবাইল: ০১৯১৪-৯৭১৪৬১) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। বিশেষ প্রয়োজনে মোবাইল: ০১৯১২-৫৯০৩৬৯, ০১৯১২-২৫৬৬৬৬।
 

সম্পর্কিত নিবন্ধ

  • দেশের বিভিন্ন স্থানে বিশ্ব আদিবাসী দিবস পালন
  • সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে নিবন্ধন শুরু
  • আ.লীগ কর্মীদের প্রবেশ, দুধে ধোয়া হলো বিএনপির অফিস
  • জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে বিজয় মিছিল, দোয়া মাহফিল
  • হাসিনার বিচার বিএনপি না করলে কারা করবে, প্রশ্ন গয়েশ্বর রায়ের
  • রাবিতে বিজয় ফিস্টের খাবার খেয়ে অসুস্থ ৮৩ শিক্ষার্থী
  • ইবির জুলাই বিপ্লব অনুষ্ঠানে উপেক্ষিত অন্য ধর্মগ্রন্থ পাঠ