শিশু জন্মের পরপরই মায়ের দুধ খাওয়ানোর ওপর জোর দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, “অনেক সময় নবজাতকের জন্মের পর প্রথম দুই–তিন দিনে পর্যাপ্ত দুধ আসে না, তখন চিকিৎসকরা ফরমুলা দুধ খাওয়ানোর পরামর্শ দেন।”

তিনি বলেন, “আপনারা মায়ের দুধ খাওয়ানোর পরামর্শ দিন। ফরমুলা দুধের পরামর্শ দেবেন না।”

আরো পড়ুন:

মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে স্বাস্থ্যসেবা

ই-জিপির মাধ্যমে স্বাস্থ্যসরঞ্জাম ক্রয়ে অনিয়ম কমবে: স্বাস্থ্য উপদেষ্টা

সোমবার (২৫ আগস্ট) রাজধানীর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জাতীয় পুষ্টি প্রতিষ্ঠান এ আয়োজনে বিভিন্ন এনজিও ও আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা করে। এর আগে মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরতে র‍্যালি হয়।

উপদেষ্টা বলেন, “এক সময় শাল দুধ (কোলস্ট্রাম) নিয়ে নানা কুসংস্কার ছিল। সচেতনতার কারণে এখন মানুষ শাল দুধ খাওয়াচ্ছেন।তারপরও উদ্বেগজনকভাবে মাতৃদুগ্ধ খাওয়ানোর হার কমে ৫৫ শতাংশে নেমে এসেছে।”

এ হার বাড়াতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

গর্ভাবস্থায় মাতৃদুগ্ধ উৎপাদনের প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে নূরজাহান বেগম বলেন, “গর্ভধারণের ছয় মাস পর থেকে মায়ের খাদ্যাভ্যাস ও যত্নের দিকে নজর দিতে হবে। মা ভালোভাবে খেলে ও যত্ন নিলে নবজাতকের জন্য যথেষ্ট দুধ তৈরি হবে।”

সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, “আমাদের বাসা বাড়িতে যারা কাজ করেন, তাদের সন্তান জন্মের পরপরই কোলে নেওয়ার সুযোগ দেওয়া উচিত।কিন্তু আমরা অনেক সময় গৃহকর্মী নারীদের বাচ্চাকে কাছে আনার অনুমতি দিই না। এ বিষয়ে সবার ভাবা উচিত।”

অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো.

সায়েদুর রহমান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ডা. সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুছ আলীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকরা।

ঢাকা/আসাদ/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ