২ দাবিতে জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি অব্যাহত
Published: 27th, August 2025 GMT
সম্পূরক বৃত্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নীতিমালা এবং সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দুই দফা দাবিতে ষষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করতে দেখা যায় জবি শিক্ষার্থীদের।
আরো পড়ুন:
৩ দাবিতে ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
কুবিতে সিদ্ধিদাতা গণেশের বন্দনা
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রশাসন জকসু নীতিমালা সিন্ডিকেটে অনুমোদন দিলেও নির্বাচন সংক্রান্ত আইন, তফসিল এবং স্পষ্ট রোডম্যাপ এখনো প্রকাশ করেনি। পাশাপাশি সম্পূরক বৃত্তি প্রসঙ্গেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পরিষ্কার ব্যাখ্যা মেলেনি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।
এদিন শাখা ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, আপ বাংলাদেশ এবং ইসলামিক ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জবি শাখার মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, “আমরা আমাদের বহুল আকাঙ্ক্ষিত সম্পূরক বৃত্তি নিয়ে প্রশাসনের কাছ থেকে কোনো ব্যাখ্যা পাইনি। আবার জকসু নিয়েও তারা সুস্পষ্ট কোনো রোডম্যাপ দিতে পারেনি। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।”
জবি শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, “প্রশাসন গতকাল সিন্ডিকেটে জকসুর নীতিমালা অনুমোদন করেছে। কিন্তু আইন, তফসিল ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেনি। সম্পূরক বৃত্তির ব্যাপারেও তারা চুপ রয়েছে।”
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জবি শাখার সদস্য সচিব শাহিন মিয়া বলেন, “দীর্ঘদিন আন্দোলন করার পরও আমাদের কোনো দাবি পূরণ হয়নি। এমনকি কবে হবে তারও নিশ্চয়তা নেই। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে।”
ঢাকা/লিমন/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দুই মাস ফ্রিজে রাখার পর মামুনের মাথায় খুলি পুনঃস্থাপন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মামুন মিয়ার মাথায় খুলি প্রায় দুই মাস ফ্রিজে সংরক্ষণ করার পর সফলভাবে পুনঃস্থাপন করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে অপারেশনের মাধ্যমে খুলি পুনঃস্থাপন করেন চিকিৎসকরা।
চিকিৎসকরা জানিয়েছেন, মামুন মিয়ার মাথায় সফলভাবে অপারেশন করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।
গত ৩০ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছিলেন মামুন মিয়া।
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম জানিয়েছেন, চবিতে সংঘর্ষের দিন গুরুতর আহত অবস্থায় মামুন মিয়াকে পার্কভিউ হাসপাতালে আনা হয়েছিল। সেই থেকে তিনি এখানে চিকিৎসাধীন আছেন। অপারেশনের সময় তার মাখার খুলি খুলে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল। দীর্ঘ প্রায় দুই মাস পর সফল অপারেশনের মাধ্যমে শনিবার মামুনের মাথার খুলি প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।
গত ৩০ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে মামুনসহ চবির অন্তত ৫০০ শিক্ষার্থী আহত হন। মাথায় মারাত্মক আঘাতের কারণে মামুনের মাথার খুলি খুলে রেখে দেওয়া হয়েছিল।
ঢাকা/রেজাউল/রফিক