ডিজিটাল ব্যাংকের আবেদনের সময় বাড়ল
Published: 15th, September 2025 GMT
ডিজিটাল ব্যাংকের জন্য আবেদনের সময় এক মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন আবেদন জমা দেওয়ার শেষ সময় ২ নভেম্বর।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন:
রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারে নামল
নিলামে ১৩৪ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
এর আগে গত ১ সেপ্টেম্বর থেকে এই আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রযুক্তিনির্ভর আর্থিক খাতে বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়ার উদ্যোগ নিয়েছে। এর লক্ষ্য হলো আর্থিক খাতের দক্ষতা বাড়ানো, সেবার পরিসর বিস্তৃত করা আর ক্ষুদ্র, কুটির ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসই) অর্থায়নের সুযোগ সহজ করা।
ডিজিটাল ব্যাংক আবেদনকারীদের নির্ধারিত প্রস্তাবপত্রের সঙ্গে পাঁচ লাখ টাকা (অফেরতযোগ্য) ফি জমা দিতে হবে। এই অর্থ যেকোনো তফসিলি ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অনুকূলে দিতে হবে। শর্ত পূরণ না করলে আবেদন বাতিল হবে।
এছাড়া আবেদনপত্র সরাসরি জমা দেওয়ার পাশাপাশি ই-মেইলের মাধ্যমেও সব নথি জমা দিতে হবে। বিস্তারিত নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন ও নীতি বিভাগের (বিআরপিডি) মহাব্যবস্থাপক মো.
২০২৩ সালের ১৪ জুন ডিজিটাল ব্যাংকের নীতিমালা করে বাংলাদেশ ব্যাংক। সেই নীতিমালা অনুযায়ী, ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য ন্যূনতম পরিশোধিত মূলধন ছিল ১২৫ কোটি টাকা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক তা বাড়িয়ে পরিশোধিত মূলধন ৩০০ কোটি টাকা করেছে।
ঢাকা/নাজমুল/সাইফ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শুঁটকিপল্লির ব্যস্ত সময়
২ / ৮টুকরি থেকে মাছগুলো ঢালা হচ্ছে