দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, মহাপরিচালক বা কর্মকর্তার পরিচয়ে মামলা থেকে অব্যাহতির প্রলোভন দেখিয়ে প্রতারণার ঘটনা নতুন নয়। এবার দুদক চেয়ারম্যানের একান্ত সচিব (পিএস) মো. সাইফুল ইসলাম পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার দুদক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতারক চক্র সাইফুল ইসলামের নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি, এমনকি সাবেক কয়েকজন সচিবকে ফোন করছে। অভিযোগ বা মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে এসব ফোনকল করা হচ্ছে ০১৬০২১২৪৮৪৭ নম্বর থেকে।

এর আগে এ ধরনের প্রতারণার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তবু নতুন কৌশলে প্রতারণার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দুদক।

প্রতিষ্ঠানটি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। দুদকের কোনো কর্মকর্তা ফোনে টাকা চাইবেন না বলে জানানো হয়েছে।

এ ধরনের প্রতারণামূলক ফোনকল, বার্তা বা ব্যক্তিগত যোগাযোগের মুখোমুখি হলে তা সঙ্গে সঙ্গে দুদকের টোল-ফ্রি হটলাইন ১০৬–এ জানানোর অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে কাছের দুদক কার্যালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতেও বলা হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও খিলগাঁওয়ে দুজনকে গুলি করে হত্যা এবং দুজনকে আহত করার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো.শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

অন্য যে চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, তাঁরা হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল ও পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার।

আসামিদের মধ্যে এএসআই চঞ্চল চন্দ্র গ্রেপ্তার আছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শুনিয়ে ট্রাইব্যুনাল জানতে চান, তিনি দোষ স্বীকার করেন কি না। জবাবে চঞ্চল চন্দ্র নিজেকে নির্দোষ দাবি করেন। আগামী ১৬ অক্টোবর এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

এদিকে ট্রাইব্যুনাল–১–এ গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা ছিল। তবে তা হয়নি। আগামী বৃহস্পতিবার এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ