Prothomalo:
2025-11-03@19:44:43 GMT
গোমতীর চরে আগাম মুলার ভালো ফলন, বিক্রি হচ্ছে দেশজুড়ে
Published: 19th, September 2025 GMT
গোমতী নদীর কুমিল্লার বুড়িচং উপজেলার ভান্তির চরের দৃশ্যটা এখন অনেকটাই ভিন্ন। চরে ঢুকতেই চোখে পড়ে সাদা মুলা। কোথাও মুলা তুলে জমিতে রাখা হয়েছে, আবার কোথাও রাখা হয়েছে স্তূপ করে। শীতের সবজি মুলার আগাম চাষে ভালো ফলন ও দাম পেয়ে কৃষকেরা দারুণ খুশি।
গত মঙ্গলবার সকালে ভান্তি গ্রামে গোমতী নদীর চরে গিয়ে দেখা গেছে, নারী-পুরুষ সবাই ব্যস্ত মুলা তোলার কাজে। কেউ জমি থেকে তোলা মুলা গোছানোর কাজ করছেন। আবার কেউ পরিষ্কার করে আঁটি বেঁধে বাজারে পাঠানোর কাজে ব্যস্ত। এ বছর চরের বিস্তীর্ণ মাঠজুড়ে চাষ হয় মুলার। কেউ কেউ এরই মধ্যে মুলা বিক্রি করে জমিতে লাগিয়েছেন মিষ্টিকুমড়া।
গোমতী নদীর চরের বিস্তীর্ণ মাঠজুড়ে এ বছের মুলার আবাদ হয়েছে। ছবিটি গত মঙ্গলবার তোলা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শুঁটকিপল্লির ব্যস্ত সময়
২ / ৮টুকরি থেকে মাছগুলো ঢালা হচ্ছে