কয়েক শ বছর ধরে চলেছে যে ১০ যুদ্ধ
Published: 12th, January 2025 GMT
১রিকনকুয়েস্টা
ইউরোপের স্পেন আর পর্তুগালের যোদ্ধাদের সঙ্গে তৎকালীন আইবেরীয় উপদ্বীপের মুসলিম যোদ্ধাদের মধ্যে এ যুদ্ধ হয়েছিল। ইতিহাসে এটা ‘রিকনকুয়েস্টা’ নামে পরিচিত। মুসলিম যোদ্ধারা জিব্রাল্টার প্রণালী অতিক্রম করলে ৭১১ খ্রিষ্টাব্দে যুদ্ধের সূচনা হয়। পরে তাঁরা ৭১৮ খ্রিষ্টাব্দের মধ্যে পুরো স্পেন ও পর্তুগাল দখলে নেন। পতন হয় ইউরোপীয় খ্রিষ্টান সাম্রাজ্যের। পরবর্তী সময়ে ১১ শতকের দিকে খ্রিষ্টানরা আবার শক্তিশালী হতে শুরু করে। শেষ পর্যন্ত ১৪৯২ খ্রিষ্টাব্দে দ্বিতীয় ফার্দিনান্দ আর প্রথম ইসাবেলার যোদ্ধাদের হাতে গ্রানাডার পতনের মধ্য দিয়ে কয়েক শতকের এ যুদ্ধের সমাপ্তি হয়। রিকনকুয়েস্টা টানা ৭৮১ বছর ১ মাসব্যাপী চলেছিল। ইতিহাসে এটাই সবচেয়ে বেশি সময় ধরে চলা যুদ্ধ।
২রোমান-জার্মান যুদ্ধশিল্পীর কল্পনায় রোমান-জার্মান যুদ্ধ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিএনপির প্রার্থীর তালিকায় নেই তারকারা
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে কয়েকজন জনপ্রিয় তারকার মনোনয়ন পাওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত প্রার্থী তালিকায় তাদের নাম নেই।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন।
আরো পড়ুন:
শাহরুখের অজানা এই সাত তথ্য জানেন?
মালয়েশিয়ায় পরীমণির দশ দিন
তবে আলোচনায় থাকা কোনো তারকা প্রার্থী চূড়ান্ত তালিকায় আসেননি। সংগীতশিল্পী বেবী নাজনীন (নীলফামারী–৪), মনির খান (ঝিনাইদহ–৩) ও রুমানা মোর্শেদ কনকচাঁপা (সিরাজগঞ্জ–১) মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
তাদের মধ্যে বেবী নাজনীন ও মনির খানের আসনে যথাক্রমে আবদুল গফুর সরকার ও মেহেদী হাসান মনোনয়ন পেয়েছেন। কনকচাঁপার আসনের প্রার্থী এখনো ঘোষণা হয়নি।
২০১৮ সালের নির্বাচনে সিরাজগঞ্জ–১ আসন থেকেই বিএনপির প্রার্থী হয়েছিলেন কনকচাঁপা। তখন আওয়ামী লীগের মোহাম্মদ নাসিমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। এবারের নির্বাচনে আবারো লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা যায়।
মনির খান ও কনকচাঁপা দুজনই বিএনপির অঙ্গ সংগঠন জাসাসের কেন্দ্রীয় নেতা। এছাড়া দলটির সাংস্কৃতিক সম্পাদক ও চলচ্চিত্র অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলের নামও আলোচনায় ছিল।
উজ্জ্বল বলেন, “দল যদি মনে করে আমার প্রার্থী হওয়া দরকার, আমি প্রস্তুত।”
বিএনপির এ ঘোষণার মধ্য দিয়ে আপাতত স্পষ্ট—বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখগুলো এবারো দলীয় প্রার্থী তালিকার বাইরে থাকছেন।
ঢাকা/রাহাত/মেহেদী