শুরু হয়ে গেছে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪–এর কার্যক্রম। চলছে তারকা জরিপের ভোট গ্রহণ। এবার সমালোচক পুরস্কারের জন্য আবেদন আহ্বান করা হচ্ছে। অনলাইনে https://services.prothomalo.com/mpaward/critics-award.php ঠিকানায় আবেদন করতে হবে। অংশগ্রহণকারী পরিচালক বা প্রযোজক বা কাজসংশ্লিষ্ট প্রতিনিধি এই ঠিকানায় গিয়ে আবেদন ফরম পূরণ করে কাজ জমা দিতে পারবেন। এবারও তিনটি বিভাগে দেওয়া হবে পুরস্কার: পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র/চলচ্চিত্র, সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র/নাটক, ওয়েব সিরিজ।
শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ অভিনেত্রী—এ চার শাখায় দেওয়া হবে সমালোচক পুরস্কার (পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র/চলচ্চিত্র)। ২০২৪ সালে বাংলাদেশের সিনেমা হলে প্রথমবারের মতো মুক্তি পাওয়া কাহিনিচিত্র এবং ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবারের মতো স্ট্রিম হওয়া ওয়েব ফিল্ম থেকে এই পুরস্কার দেওয়া হবে। কাহিনিচিত্রের দৈর্ঘ্য অবশ্যই ৮০ মিনিটের বেশি হতে হবে।

শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ কাহিনিকার, শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ অভিনেত্রী—এ চার শাখায় দেওয়া হবে সমালোচক পুরস্কার (সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র/নাটক)। ২০২৪ সালে বাংলাদেশের বিভিন্ন টেলিভিশিন চ্যানেল ও অনলাইনে প্রথমবার মুক্তি পাওয়া নাটক, টেলিছবি, ওয়েব কনটেন্ট থেকে দেওয়া হবে এই পুরস্কার। নাটক, টেলিছবি ও ওয়েব কনটেন্টের দৈর্ঘ্য হবে সর্বোচ্চ ৭৯ মিনিট।

শ্রেষ্ঠ ওয়েব সিরিজ, শ্রেষ্ঠ কাহিনিকার, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ অভিনেত্রী—এই পাঁচ শাখায় দেওয়া হবে সমালোচক পুরস্কার (ওয়েব সিরিজ)। ২০২৪ সালে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবারের মতো স্ট্রিম হওয়া ওয়েব সিরিজ থেকে এই পুরস্কার দেওয়া হবে। ওয়েব সিরিজের মোট দৈর্ঘ্য অবশ্যই ৭০ মিনিটের বেশি হতে হবে এবং ন্যূনতম পর্বসংখ্যা ৩ (তিন) হতে হবে।

প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী পরিচালক বা প্রযোজককে ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করে কাজ জমা দিতে হবে। আবেদন ফরমের নির্ধারিত বক্সে কাজের ইউটিউব লিংক/গুগল ড্রাইভ লিংক/অনলাইন প্লাটফর্ম লিংক দিতে হবে। অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে। কাজ জমা দেওয়ার শেষ সময় ৩১ জানুয়ারি ২০২৫।
শুধু বাংলাদেশি শিল্পী ও কলাকুশলীরা এই পুরস্কারের জন্য বিবেচিত হবেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন

ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।    

কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।

এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।  

সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা

সম্পর্কিত নিবন্ধ

  • লরা উলভার্ট: হিমালয়ের চূড়ায় এক নিঃসঙ্গ শেরপা
  • বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়নের মৃত্যু
  • শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • যশোরে জিআই পণ্য খেজুর গুড় তৈরির রস সংগ্রহে গাছ প্রস্তুতির উদ্বোধন
  • কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
  • ভারত নাকি দক্ষিণ আফ্রিকা, কে হবে নতুন নারী বিশ্বকাপ চ‌্যাম্পিয়ন
  • বিশ্বকাপ ফাইনালের প্রতি টিকিটের দাম দেড় লাখ টাকার বেশি
  • গোল্ডেন বুট হাতে এমবাপ্পে বললেন, রিয়ালে আরও বহু বছর থাকতে চাই