নীলফামারীতে সোনালী ব্যাংকের উত্তরা ইপিজেড উপশাখায় টাকা না পেয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বিভিন্ন ধরনের নথি, কম্পিউটার ও আসবাব পুড়ে গেছে। শনিবার রাতে সদর উপজেলার সংগলশী কাজীরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যাংকের নিরাপত্তাকর্মী মাসুদ রানা জানান, কয়েকজন দুর্বৃত্ত এসে প্রথমে তাঁকে আঘাত করে। এর মধ্যে দু’জন বেঁধে ফেলে তাঁকে। পরে লকারের চাবি চায়। তবে দিতে অস্বীকৃতি জানালে ফের তাঁকে মারধর করে। একপর্যায়ে চাবি দিলেও লকারে টাকা না পেয়ে অন্য জায়গায় খোঁজাখুঁজি করে জানিয়ে মাসুদ রানা বলেন, কোথাও টাকা না পেয়ে লকার ও কাউন্টারে আগুন দিয়ে পালিয়ে যায় তারা।

ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল মোনায়েম বলেন, রাত আড়াইটার দিকে ভবনের মালিক ফোন দিয়ে তাঁকে বলেন, তাঁর সিকিউরিটি গার্ড রাস্তায় পড়ে আছে। ব্যাংকের ভেতরে আগুন জ্বলছে। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে পুলিশের সহযোগিতা নিতে বলেন। পরে তিনি জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন।

এ কর্মকর্তার ভাষ্য, ব্যাংকের উপশাখায় কোনো টাকা থাকে না। সকালে জেলা থেকে টাকা নিয়ে আসা হয়। ব্যাংকিং শেষে টাকা জমা দিয়ে আসা হয় সন্ধ্যায়।

সদর থানার ওসি এম আর সাইদ বলেন, তিনি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান

বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, করিডোর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে।

আজ বৃহস্পতিবার ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ