১. দেড় বছরের যুদ্ধ

২০২২-২৩ সেশনে মেধা তালিকায় নাম এলেও খুব অল্পের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি হতে পারিনি। সেই ব্যর্থতা আমাকে হতাশায় ডুবিয়েছিল। ধীরে ধীরে নতুন করে উঠে দাঁড়ানোর সাহস সঞ্চয় করি। ‘সেকেন্ড টাইমার’ হিসেবে পুরোনো বই দিয়েই প্রস্তুতি শুরু করি। প্রতিদিনের প্রস্তুতিতে পূর্ণ মনোযোগ দিয়েছি।

২.

প্রশ্নের ধরন বুঝে গুরুত্বপূর্ণ বিষয় বিশ্লেষণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ধরন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে ভিন্ন। তাই বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করি। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণজ্ঞানসহ প্রতিটি বিষয়ের কমন বিষয়ে বিশেষ গুরুত্ব দিই। বিষয়ভিত্তিক পড়ার পাশাপাশি প্রতিদিন যতটা সম্ভব প্রশ্ন সমাধান করতাম। নিজে নিজের মডেল টেস্ট নিতাম।

আরও পড়ুনপরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ, তাই হাতে হিসাব করার চর্চা করতাম৭ ঘণ্টা আগে৩. কোচিং ছাড়াই প্রস্তুতি

কোচিং বা টিউশনের দিকে না গিয়ে আমি অনলাইনে ফ্রি ক্লাস থেকে সহায়তা নিয়েছি। নিজস্ব রুটিন বানিয়ে পড়াশোনা করেছি। নির্ভর করেছি পুরোনো বইয়ের ওপর। পড়ার মধ্যে থেকে নিয়মিত রিভিশন এবং পরীক্ষা দিয়ে প্রস্তুতিকে আরও শক্তিশালী করেছি।

৪. আত্মবিশ্বাস ও জেদ

‘জাবিতে একটা আসন লাগবেই’—এই জেদ নিয়ে প্রতিদিন এগিয়েছি। পরীক্ষার সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। ফলাফল ঘোষণার সময় যখন একে একে মেধাক্রম আসতে শুরু করল, আশাবাদী হলেও চূড়ান্ত আত্মবিশ্বাস ছিল না। অবশেষে ই ইউনিটে প্রথম হয়েছি। এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।

৫. ধৈর্যের ফল

আমি যেহেতু ‘সেকেন্ড টাইমার’ ছিলাম, তাই প্রস্তুতির জন্য একটা লম্বা সময় পেয়েছি। আবার এ কথাও সত্যি, এত লম্বা সময় ধৈর্য ধরে রাখা কঠিন। তবে সব সময় চেষ্টা করেছি, ধৈর্য যেন না হারাই। এই দীর্ঘ প্রস্তুতির পথচলায় আমি শিখেছি, ধৈর্য আর আত্মবিশ্বাস থাকলে সাফল্য ধরা দেয়। সবকিছুর জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ছাত্রদলের দেওয়া বিবৃতি গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি: ডুজা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের কর্মসূচি নিয়ে সংবাদ প্রকাশের জেরে সংগঠনটির দেওয়া বিবৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।

সোমবার (২৮ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে ডুজার সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি ও সাধারণ সম্পাদক মাহাদী হাসান ছাত্রদলের এমন বিবৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিভিন্ন মহল থেকে চাপ প্রয়োগ করে বিভিন্ন সময়ে সংবাদ সরিয়ে নেওয়া, বিবৃতিতে সংবাদকর্মীদের নিয়ে আপত্তিকর শব্দচয়নের মতো আচরণকে গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ বলে দাবি করেছে ডুজা।

আরো পড়ুন:

ঢাবিতে পাণ্ডুলিপিবিষয়ক কর্মশালা শুরু

ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিইএ পরিচালকের সাক্ষাৎ

সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের কর্মসূচি নিয়ে ‌‘আওয়ামী এমপিকে পুনর্বাসন/ভাগ বাটোয়ারা দ্বন্দ্বে জাবিতে ভ্যাকসিন কর্মসূচি স্থগিত’ শিরোনামে জাগোনিউজ২৪.কম-এ সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদকে ঘিরে একটি বিবৃতি দেয় কেন্দ্রীয় ছাত্রদল। যেখানে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ কিছু শব্দচয়ন করে সংগঠনটি।

বিবৃতিতে ডুজা নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি সাংবাদিকতার নীতি-নৈতিকতা মেনে নিউজ করার পরেও দু’একটি গণমাধ্যমের উপর ছাত্রদলের প্রভাব খাটিয়ে সংবাদ সরিয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। গত ৫ আগস্টের পর নতুন বাংলাদেশে গণমাধ্যমের সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়।

বিবৃতিতে আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের আকাঙ্ক্ষা ছিল সংবাদ মাধ্যমে উঠে আসা অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্টরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করবেন। কেউ নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করলে নিয়ম অনুযায়ী প্রতিকার চাইবেন। কিন্তু ছাত্রদলের এ ধরনের আচরণ আমাদের সে আকাঙ্ক্ষাকে আশাহত করেছে।

ডুজা নেতৃবৃন্দ বলেন, প্রতিবেদন প্রকাশের পর জাগোনিউজ২৪.কম-এর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সৈকত ইসলামকে ‘সময়ের আলো’র স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ নামে একজন ফোন দিয়ে চাপ প্রয়োগেরও নিন্দা জানাই।

নেতৃবৃন্দ সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃক সাব্বির আহমেদের অপেশাদার ও অনৈতিক আচরণের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • জাহাঙ্গীরনগরে পিটুনিতে নিহত সেই ছাত্রলীগ নেতাকেও ‘সাময়িক বহিষ্কার’ করেছে প্রশাসন
  • সিলেটে টিলা কাটার অভিযোগে বিএনপি নেতা, ইউপি সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে মামলা
  • জুলাই হামলাকারীদের শাস্তি চেয়ে জাবি ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’
  • ছাত্রদলের দেওয়া বিবৃতি গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি: ডুজা
  • কয়েকটি পরিত্যক্ত বিমানবন্দর আবার চালুর উদ্যোগ
  • আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর