ঝিনাইদহের শৈলকুপায় একটি বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠনের দ্বন্দ্বে বিএনপি নেতাকর্মীর সঙ্গে জামায়াতে ইসলামীর নেতাকর্মীর সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে উপজেলার ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নের নাদপাড়া গ্রামে প্রথম দফায় সংঘর্ষ হয়। পরে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়েও দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি হয়েছে। 

স্থানীয় সূত্র জানায়, নাদপাড়া যুবমিলন মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠনের বিষয়ে গত ১৮ নভেম্বর সরকারি প্রজ্ঞাপন জারি হয়। এর পরই জামায়াতে ইসলামীর সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরোধ দেখা দেয়। এর এক পক্ষে রয়েছেন শৈলকুপা উপজেলা জামায়াতের আমির মতিয়ার রহমান ও অন্য পক্ষে আছেন সারুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি নওশের বিশ্বাস। বিদ্যালয়ের নতুন কমিটিতে সভাপতি হতে চান মতিয়ার রহমান। অন্য দিকে নওশের বিশ্বাস সভাপতি করতে চান তাঁর মেয়ে নূরজাহান বিশ্বাস বা ছোট ভাই শামসুদ্দিন বিশ্বাসকে। 
নাদপাড়া যুবমিলন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের ভাষ্য, কমিটি নিয়ে বিএনপি ও জামায়াতের স্থানীয় সমর্থকদের মধ্যে সমঝোতা হয়নি। এ কারণে রোববার দুপুরে তিনি মতিয়ার রহমানের পক্ষে একটি কমিটি ও নওশের বিশ্বাসের পক্ষে আরেকটি কমিটি প্রস্তাব করেন। উভয় পক্ষ কমিটি দুটি মাধ্যমিক শিক্ষা অফিসে নিয়ে যাওয়ার সময় দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের সামনেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। এ ঘটনার জেরে বিএনপি ও জামায়াতের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেশ কয়েকটি বাড়িতেও ভাঙচুর চালানো হয়। 
সংঘর্ষের সময় অস্ত্রের আঘাতে সেকেন্দার বিশ্বাস, আলিম বিশ্বাস, শাওন বিশ্বাস, বাচ্চু বিশ্বাস, ওমর ফারুক, রফিকুল ইসলাম, রবিউল বিশ্বাস, আনোয়ার, তানভির হোসেন, মাসুদ, মেহেদী, সোহেল, আলিম, রবি হোসেন, শহিদুল ইসলাম, রিপন, মনিরুদ্দিন, মনিরুল ইসলাম, রোজদার আলী, রতন বিশ্বাস, কলিমুদ্দিন, শাহীন, রুদ্রসহ ৩৫ ব্যক্তি আহত হন। তারা এখন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সংবাদ পেয়ে থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার সময় হাসপাতালে তাদের স্বজন ও নিজ নিজ দলের নেতাকর্মীরা আবার হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

নওশের বিশ্বাসের ভাষ্য, উপজেলা জামায়াতের আমিরের সঙ্গে কমিটি নিয়ে কোনো সমঝোতা হয়নি। এ কারণে রোববার দুটি কমিটি প্রস্তাব করেন প্রধান শিক্ষক। দুপুরে তাঁর পক্ষের প্রস্তাবিত কমিটি নিয়ে সমর্থকরা বিদ্যালয় থেকে বের হন। এটি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে জমা দিতে যাচ্ছিলেন। এ সময় মতিয়ার রহমানের সমর্থকরা বিদ্যালয়ের সামনেই তাদের বাধা দেন। তর্কের এক পর্যায়ে জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের কর্মীরা মিলে তাদের ওপর হামলা করেন। হামলাকারীরা তাদের বাড়িঘরেও ভাঙচুর চালিয়েছে। 
মতিয়ার রহমান দাবি করেন, নাদপাড়া গ্রামের অধিকাংশ সাধারণ মানুষ তাঁকেই অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দেখতে চান। কিন্তু বিএনপির নওশের বিশ্বাস তাঁর পরিবারের সদস্যদের দিয়ে কমিটি গঠনের চেষ্টা করছেন। সমঝোতায় পৌঁছাতে না পারায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোববার দুটি কমিটি প্রস্তাব করেন। 
তাঁর অভিযোগ, প্রস্তাবিত কমিটি জমা দিতে নিয়ে যাওয়ার সময় নওশের বিশ্বাসের পক্ষ থেকে উস্কানিমূলক কথা বলা হয়। এ নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। তবে ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না তিনি।
এ সংঘর্ষের সংবাদ পেয়েছেন বলে জানান উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলতান আলী। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আল মামুন বলেন, নাদপাড়া গ্রামের সংঘর্ষে আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। সেখানে উভয় পক্ষের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে পুলিশ এসে তাদের নিয়ন্ত্রণে আনে। 
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, নাদপাড়া গ্রামের বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পঞ্চগড়ে বিবাহবিচ্ছেদের চার দিনের মাথায় লাউখেত থেকে নারীর লাশ উদ্ধার

পঞ্চগড়ে স্বামীর মৃত্যুর দুই বছর পর সন্তানদের রেখে গোপনে বিয়ে করে ঘর ছেড়েছিলেন এক নারী। দ্বিতীয় বিয়ের প্রায় এক মাস পর বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। এ ঘটনার চার দিনের মাথায় বাড়ির পাশের লাউখেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের ধামোর মধ্যপাড়া এলাকার একটি লাউখেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তাঁর নাম তানজিনা আক্তার (৩৫)। তিনি ওই এলাকার বাসিন্দা।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তানজিনার দ্বিতীয় স্বামী মিনাল হোসেনের বাবা দিলু হোসেনকে (৫৫) হেফাজতে নিয়েছে আটোয়ারী থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, তানজিনা আক্তারের প্রথম স্বামী মজিবর রহমান প্রায় দুই বছর আগে মারা যান। তাঁদের দুটি ছেলে আছে। এর মধ্যে প্রায় এক মাস আগে স্থানীয় যুবক মিনাল হোসেনকে (২৭) গোপনে বিয়ে করে পার্শ্ববর্তী মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন তাঁরা। এর পর থেকেই মিনালকে ছেড়ে দিতে তানজিনার ওপর চাপ দিতে থাকে মিনালের পরিবার। গত ৩০ অক্টোবর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এর পর থেকেই মিনালকে এলাকায় দেখা যায়নি।

পুলিশ জানায়, আজ সকালে ধামোর-মধ্যপাড়া এলাকার একটি লাউখেতে কয়েকজন লাউ তুলতে গিয়ে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের জানান। এ সময় স্বজনেরা সেখানে গিয়ে লাশটি তানজিনার বলে শনাক্ত করেন। খবর পেয়ে বারঘাটি পুলিশ তদন্তকেন্দ্র ও আটোয়ারী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সরকার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রাথমিক সুরতহালে ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাঁর মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত নিবন্ধ