লালমনিরহাটের হাতীবান্ধায় মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে পড়েছে। এতে নুরী বেগম নামে এক ঘুমন্ত নারীর মৃত্যু হয়েছে। এসময় এক শিশু আহত হয়েছে।

সোমবার ভোরে হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া বটতলা এলাকায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নুরী বেগমের ছেলে সাগর হোসেন স্ত্রীসহ ঢাকায় থাকেন। নিম্ন আয়ের সংসার তার। মহাসড়কের পাশে টিনের চালার ঘর বানিয়ে মা নুরি বেগম ও তিন বছর বয়সী ছেলে আবুদল্লাহকে গ্রামেই রাখতেন। সোমবার ভোরের দিকে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ঘরে ঢুকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা ঘটনা পৌঁছে। প্রায় দেড় ঘণ্টা উদ্ধার অভিযানের পর নাতী আবদুল্লাহকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তবে দাদী নুরি বেগমকে প্রায় ৪ ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। এ সময় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিস ইনচার্জ ইমরান হোসেন জানান, লালমনিরহাট মহাসড়কের পাশেই একটি বাড়িতে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িত ভিতরে ঢুকে দেয়। এতে একজন নারীর মৃত্যু হয়। বাকি সদস্যদের আহতবস্থায় হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়।

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী জানান, শিশু আবদুল্লাহকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নুরী বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

‘দাগী’ দেখতে অস্থায়ী হল তৈরি করছেন নিশো ভক্তরা

মাল্টিপ্লেক্স বাড়লেও দেশে কমছে সিঙ্গেল স্ক্রিনের হল। ফলে দেশের অনেক শহরই এখন সিনেমা হলশূন্য। ফলে নতুন সিনেমা মুক্তি পেলেও অনেক শহরের সিনেমাপ্রেমিরাই দেখতে পারছেন না প্রিয় নায়কের সিনেমা। তাই প্রিয় নায়কের সিনেমা দেখতে টাঙ্গাইলের ভূঞাপুরে আফরান নিশোর ভক্তরা নিজ উদ্যোগে প্রিয় নায়কের সিনেমা দেখার ব্যবস্থা করে নিলেন। ঈদে মুক্তি পাওয়া সিনেমা দাগি দেখতেই তারা এই উদ্যোগ নিলেন। 

আগামী ২ মে থেকে ভূঞাপুর স্বাধীনতা কমপ্লেক্সের দোতলায় ৭ দিনব্যাপী প্রদর্শিত হবে আফরান নিশো অভিনীত ‘দাগী’ সিনেমা। ভক্তদের এই উদ্যোগকে সাধুবাদ জানাতে আফরান নিশোও এ দিন এখানে উপস্থিত থাকছেন বলে জানা গেছে। 

এখানে প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। প্রতিদিন ৪টি করে শো চলবে। প্রথম শো শুরু হবে বিকেল ৪টা থেকে।

জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে ভালোবেসে গত বছর ‘সুরঙ্গ’ সিনেমার জন্য অস্থায়ী হল নির্মাণ করেছিলেন ভক্তরা। এবারও সেই ভালোবাসা থেকেই ‘দাগী’ সিনেমা প্রদর্শনের জন্য হল নির্মাণ করছেন ওই তরুণরাই।

নিশো ভক্ত তন্ময় বলেন, “আফরান নিশো আমাদের এলাকার সন্তান। তার জন্য আমাদের অগাধ ভালোবাসা। তার অভিনীত সিনেমা ‘দাগী’ দেখার জন্য এখানে যে কর্মযজ্ঞ চলছে, সেটা সেই ভালোবাসার বহিঃপ্রকাশ। ভূঞাপুরের মানুষ যেন নিশো ভাইয়ের সিনেমা দেখতে পারে, তার জন্যই এই আয়োজন। আমরা অধির আগ্রহে অপেক্ষা করছি সিনেমাটি দেখার জন্য।”

আয়োজক কমিটির সদস্য হাদী চকদার বলেন, “ভূঞাপুরে স্থায়ী হল না থাকলেও আমরা চেয়েছি নিশো ভাইয়ের ‘দাগী’ সিনেমাটি সবাই মিলে একসাথে দেখতে। তিনি আমাদের গর্ব, আমাদের এলাকার সন্তান। তাই এবারও আমরা তাকে দাওয়াত দিয়েছি, এবং তিনি আসছেন — এটা আমাদের জন্য বড় প্রাপ্তি।”

ঈদে মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমাটি দারুণভাবে প্রশংসিত হচ্ছে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও মুক্তি পেয়েছে সিনেমাটি। দেশের বাইরওে হচ্ছে প্রশংসিত। শিহাব শাহীন পরিচালিত সিনেমাটিতে নিশোর সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপুসহ অনেকেই। 

সম্পর্কিত নিবন্ধ