ঈশপের গল্পে সেই কৃষকের সোনার ডিম পাড়া রাজহাঁসকে তো মনে আছে? লোভে পড়ে প্রতিদিন সোনার ডিম পাড়া হাঁসটির পেট কেটে একবারে সব ডিম পেতে চেয়েছিল সেই কৃষক। পরিণতি সবারই জানা।

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোসের কাছেও নাহিদ রানা এক অর্থে সেই সোনার ডিম পাড়া রাজহাঁস। সরাসরি কথাটা না বললেও ভবিষ্যতের জন্য ‘দারুণ সম্পদ’ তো তেমন কিছুই বোঝায়। প্রশ্ন হলো, নাহিদকে নিয়ে কি লোভে পড়ছে বাংলাদেশ ক্রিকেট? উত্তর দেওয়ার সময় এখনো হয়তো আসেনি। তবে অ্যামব্রোস কিন্তু এখনই সতর্ক করে দিলেন।

আরও পড়ুনজাকের জানেন না, কী চলছিল জোন্স-মানসির মাথায়৪৪ মিনিট আগে

রানার বয়স মাত্র ২২ বছর। তাঁর বোলিংয়ের গতিটাই সম্পদ। ১৫০–এর আশপাশে বোলিং করতে পারা পেসার যেকোনো দলের কাছেই দারুণ প্রত্যাশিত। কিন্তু সেই প্রত্যাশার প্রতিদানের পুরোটা পেতে এই তরুণ পেসারের যত্নও তো নিতে হবে। অতি ব্যবহারে আগেভাগেই সব নিঃশেষ করে নিলে এর চেয়ে দুঃখজনক আর কিছু হয় না। ক্রিকেট ইতিহাসেই অন্যতম সেরা পেসার হিসেবে স্বীকৃত অ্যামব্রোস ঠিক এই বিষয়টি নিয়েই কথা বলেছেন। বিপিএলে এবার তৃতীয়বারের মতো ধারাভাষ্য দিতে এসেছেন কিংবদন্তি।

ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস। এবার বিপিএলে ধারাভাষ্য দিচ্ছেন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ