সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. মনিরুজ্জামান জরুরি প্রয়োজনে উপস্থিত না থাকতে পারলেও সুহৃদদের দিকনির্দেশনা দিয়ে থাকেন। কমিটিতে আহবায়ক হিসেবে নাহিদ মাতুব্বর, যুগ্ম আহবায়ক নুসরাত খান ফারিহা ও সদস্য সচিব নিশাত তাসনিম সিন্থিয়াকে দায়িত্ব দেওয়া হয়। অন্য সদস্যরা হলেন– যুগ্ম আহ্বায়ক সাবিহা সাবরিন স্মৃতি, জান্নাতুল ফেরদৌস, মো.

লাবীব হাসান, আজমাইন মাহতাব রাগিব, মো. আহনাফ জামান সাইদ, ইসরাক আলিফ তাহা, সাজিদ হাসান অর্ণব, কাজি আন্নিসা বিনতে রুশমিতা, আল ফাহাদ রুদ্র, রাইয়ান হোসেন স্বচ্ছ, অর্ণব তালুকদার, বদিউজ্জামান আসাদ। কমিটি গঠন সভায় উপস্থিত ছিলেন– যুগ্ম সাধারণ সম্পাদক তাসনিম জাহান নওশীন, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া আক্তার, অর্থ সম্পাদক তুলি ইয়াসমিন প্রমুখ। 
আহ্বায়ক সুহৃদ সমাবেশ, টঙ্গী

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ