পুতিনের সঙ্গে ‘খুব দ্রুত’ বৈঠক করবেন ট্রাম্প
Published: 14th, January 2025 GMT
ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠকের আয়োজন চলছে। গতকাল সোমবার বলেছেন, আগামী সপ্তাহে শপথ গ্রহণের পর খুব দ্রুত তিনি পুতিনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন।
২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। শপথ গ্রহণের পর খুবই দ্রুত তিনি পুতিনের সঙ্গে বৈঠকে বসার কথা বললেও ওই বৈঠক ঠিক কবে নাগাদ হতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি ট্রাম্প।
ট্রাম্প ও পুতিনের বৈঠক হলে সেটা হবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ দুই নেতার প্রথম বৈঠক। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। ক্ষমতায় গেলে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন, এবারের নির্বাচনী প্রচারের সময় আত্মবিশ্বাসের সঙ্গে এ কথা বলে গেছেন ট্রাম্প।
কোন কৌশলে ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করবেন, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প নিউসম্যাক্সকে বলেন, ‘দেখুন, সেখানে কেবল একটি কৌশলই আছে এবং সেটা পুতিনের ওপর নির্ভর করছে। এই যুদ্ধ যেভাবে চলছে, সেটা নিয়ে পুতিন খুবই রোমাঞ্চিত হয়ে আছেন, এমনটা আমি কল্পনা করতে পারছি না। কারণ, এমনকি তাঁর জন্যও এই যুদ্ধ ঠিকঠাকমতো চলছে না।’
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, পুতিনও তাঁর সঙ্গে দেখা করতে চাইছেন। ট্রাম্প বলেন, ‘আমি খুব দ্রুত দেখা করতে চলেছি। আমি যত দ্রুত সম্ভব এটা করব.                
      
				
ট্রাম্পের মতো একই কথা বলেছেন তাঁর বেছে নেওয়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। গত রোববার তিনি বলেছিলেন, আগামী কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যেই তিনি ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনালাপ প্রত্যাশা করছেন।
১৯৬২ সালে কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর ইউক্রেন যুদ্ধ নিয়েই প্রথম মস্কো এবং পশ্চিমা বিশ্বের মধ্যে সম্পর্কের এতটা অবনতি হয়েছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।