রামপুরা থেকে লুট হওয়া ২০ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার করেছে হাতিরঝিল থানা–পুলিশ
Published: 20th, October 2025 GMT
রাজধানীর রামপুরা থেকে লুট হওয়া ২০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করেছে হাতিরঝিল থানা–পুলিশ। একই সঙ্গে এই ঘটনায় জড়িত আট ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মনির হোসেন (৩৫), শাকিল ওরফে শাকিব (২১), রাকিবুল হাসান (২০), মো.
হাতিরঝিল থানার বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. সুমন মিয়া নামে এক ব্যক্তির কাছে তাঁর দুবাইপ্রবাসী ভাই শফিকুল ইসলাম বোনের বিয়ের জন্য প্রায় ৯৯ দশমিক ৯৯ গ্রাম স্বর্ণালংকার পাঠান। যার মূল্য প্রায় ২০ লাখ টাকা। ইমরান নামে এক ব্যক্তির মাধ্যমে এই স্বর্ণালংকার পাঠান তিনি। গত রোববার দুপুরে বিমানবন্দর থেকে স্বর্ণালংকার নিয়ে সুমন মিয়া বাসে করে বাসার উদ্দেশে রওনা হন। পথে রামপুরা টিভি সেন্টারের কাছাকাছি পৌঁছালে ১৮-২০ জনের একটি ডাকাত দল বাস থামিয়ে তাঁকে ছিনতাইকারী বলে মারধর করে। একপর্যায়ে তাঁকে জোর করে একটি অটোরিকশায় তুলে হাতিরঝিল থানার উলন এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাঁকে অস্ত্রের মুখে স্বর্ণালংকারসহ ট্রাভেল ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় ডাকাত দলের মধ্যে একজন সাংবাদিক পরিচয়ে সুমন মিয়ার ইসলামী ব্যাংকের এটিএম কার্ড ও পাসওয়ার্ড নিয়ে ১১ হাজার টাকা তুলে নেয়। পরে বিকেল ৫টার দিকে আসামিরা তাঁকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় সুমন মিয়া হাতিরঝিল থানায় বাদী হয়ে ডাকাতির মামলা করলে সোমবার ভোর পাঁচটার দিকে হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতিতে জড়িত আটজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে লুট হওয়া ৯৯ দশমিক ৯৯ গ্রাম স্বর্ণালংকার (যার মধ্যে স্বর্ণের ২টি গলার হার ও ৯টি আংটি) এবং ছয় হাজার টাকা উদ্ধার করা হয়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স বর ণ ল ক র স মন ম য়
এছাড়াও পড়ুন:
প্রথম আলো আজ শুধু পত্রিকা নয়, এটি একটি প্রতিষ্ঠান
নানা প্রতিকূলতা ও বাধা সত্ত্বেও প্রথম আলো কখনো সত্য প্রকাশে পিছপা হয়নি। সত্যই প্রথম আলোর সাহস ও শক্তি। সাহসী ও বস্তুনিষ্ঠ খবর প্রকাশের কারণে প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রথম আলোর পথচলা ছিল স্রোতের বিপরীতে। প্রথম আলো আজ শুধু একটি পত্রিকা নয়, এটি একটি প্রতিষ্ঠান। সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি প্রথম আলো আরও বেশি ইতিবাচক খবর উপস্থাপন করবে—এটাই পাঠকদের প্রত্যাশা।
প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় আয়োজিত সুধী সমাবেশে অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন। আজ শুক্রবার বিকেল পৌনে চারটায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। এতে কুমিল্লার শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, চিকিৎসক, গণমাধ্যমকর্মী, উদ্যোক্তা, লেখক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তা, আইনজীবী, প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা অংশ নিয়ে প্রথম আলো সম্পর্কে তাঁদের মতামত তুলে ধরেন।
জাতীয় সংগীতের মাধ্যমে সমাবেশের শুরু হয়। পরে প্রথম আলোর আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানে আয়োজন সহযোগী হিসেবে ছিল কুমিল্লার কোটবাড়ী এলাকায় প্রতিষ্ঠিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
‘আমরা প্রথম আলোর পাশে রয়েছি’
সমাবেশে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল বাশার ভূঁঞা বলেন, ‘প্রথম আলো তার নিজস্বতা নিয়ে যে জায়গায় দাঁড়িয়েছে, সেটি অবশ্যই প্রশংসনীয়। দায়িত্বশীল সংবাদ পরিবেশনে বাংলাদেশে তারাই প্রথম বলে আমি মনে করি। অতীতের মতো আগামী দিনেও প্রকৃত সত্য তুলে ধরবে প্রথম আলো সব সময়—এটাই আমাদের প্রত্যাশা।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আবদুল হাকিম বলেন, প্রথম আলো পত্রিকা সব সময় সত্যটাই প্রকাশ করে। এটাই তাঁদের শক্তি।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ বলেন, ‘২৭ বছর ধরে একটি পত্রিকা প্রকাশ হওয়া মানে এই পত্রিকা আমাকেও গড়ে তুলেছে। কারণ, এই পত্রিকার শিক্ষা পাতার নিয়মিত পাঠক ছিলাম আমি। গোটা দেশ ও গোটা বিশ্বকে হাতের মুঠোয় এনে দেওয়ার জন্য প্রথম আলোর প্রতি রইল কৃতজ্ঞতা।’
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাশেদুল হক চৌধুরী বলেন, ‘সকালে ঘুম থেকে ওঠে প্রথম আলো না পড়লে পত্রিকা পড়ার তৃপ্তি পাই না। প্রথম আলো ছাত্রজীবন থেকেই আমার আস্থায় রয়েছে। এখনো প্রতিদিনই প্রথম আলোর সঙ্গে আছি।’
আরও পড়ুনপ্রথম আলো বাংলাদেশের মানুষের বিজয়ের সঙ্গী২২ ঘণ্টা আগেপ্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় আয়োজিত সুধী সমাবেশে মঞ্চে বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা। আজ শুক্রবার বিকেলে কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট মিলনায়তনে