১৯২৫ সালকে সিনেমাপ্রেমীরা আলাদা করে মনে রাখবেন। ঋত্বিক ঘটকের জন্ম, আইজেনস্টাইনের ‘ব্যাটলশিপ পোটেমকিন’ আর চার্লি চ্যাপলিনের ‘দ্য গোল্ড রাশ’-এর মুক্তি মিলিয়ে গত শতাব্দীর বছরটি একেবারেই আলাদা। তবে আজ কেবল ঋত্বিকের কথাই হোক, আজকের দিনে জন্ম নেওয়া ঢাকার সেই ছেলেটি, যিনি কিনা ভারতীয় সিনেমার ভাষা বদলে দিয়েছিলেন পুরোপুরি। যখন অন্য নির্মাতারা মেলোড্রামা থেকে দূরে সরে সূক্ষ্ম আবেগ প্রকাশে পশ্চিমের পথ অনুসরণ করছিলেন, ঋত্বিক ছিলেন পুরোপুরি স্বতন্ত্র। ভারতীয় মেলোড্রামাকে ফোক, ক্ল্যাসিক্যাল, পুরাণ আর জনপ্রিয় চলচ্চিত্র ঐতিহ্যের সংমিশ্রণে নতুন রূপ দিয়েছিলেন।

ঋত্বিক ঘটক.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ছেলে বড় করছেন, নাকি রাজপুত্র

ঘরের বাইরে খেটেখুটে রোজগার করলেও ঘরের কাজের বিষয়ে উদাসীন, এমন পুরুষের সংখ্যা নেহাত কম নয়। তাঁদের সংসারের বেশির ভাগ কাজ নারীদেরই সামলাতে হয় বাধ্য হয়ে। এ নিয়ে অশান্তিও হয়। পুরুষের এ মানসিকতার পেছনে তাঁর বেড়ে ওঠাটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ বিষয়ে শিশু-কিশোর ও পারিবারিক মনোরোগবিদ্যার সহকারী অধ্যাপক এবং যুক্তরাজ্যের সিনিয়র ক্লিনিক্যাল ফেলো ডা. টুম্পা ইন্দ্রানী ঘোষ-এর সঙ্গে কথা বলে লিখেছেন রাফিয়া আলম

নিজের ঘরে আরাম-আয়েশে থাকতে চাইবেন যে কেউই। তবে তার মানে এই নয় যে একজন জীবনসঙ্গী সব সময়ই সংসারের সব কাজ সামলে দেবেন অপরজনের জন্য। দুজন মিলে জীবনের পথ পাড়ি দেওয়ার নামই তো সংসার।

সংসার দুজনেরইবাসার সব কাজ স্ত্রীর ওপর না চাপিয়ে নিজেও কিছু ভাগ করে নিন।

সম্পর্কিত নিবন্ধ