মনোনয়ন না পেয়ে হাজী ইয়াছিনের সমর্থকদের মহাসড়কে বিক্ষোভ
Published: 4th, November 2025 GMT
কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি করপোরেশন) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন না দেওয়ায় তার বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করেছেন।
সোমবার (৩ নভেম্বর) রাতে হাজারো নেতাকর্মী কুমিল্লার কান্দিরপাড়স্থ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।
আরো পড়ুন:
ইবিতে কুরআন ও হিজাববিরোধী মন্তব্যের প্রতিবাদ শিক্ষার্থীদের
নির্মাণ শ্রমিকের মৃত্যু: ৩ দাবিতে জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলনের বিক্ষোভ
প্রত্যক্ষদর্শীরা জানান, কান্দিরপাড় এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের মাধ্যমে বিক্ষোভ শুরু হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল নিয়ে আলেখারচর এলাকায় গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। ফলে সড়কের দুই পাশে প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
নেতাকর্মীদের অভিযোগ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সাবেক সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিনকে বাদ দিয়ে দলীয় কার্যক্রমে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা ‘অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিক্ষোভকারীরা জানান, দুঃসময়ে হাজী ইয়াছিন নিয়মিতভাবে দলের কর্মীদের পাশে থেকেছেন। শত শত মামলায় আইনি সহায়তা, অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা খরচ বহন, পারিবারিক সহায়তা- সবকিছুই তিনি ব্যক্তিগত উদ্যোগে করে আসছেন।
তাদের অভিযোগ, যেসব নেতা অতীতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহারের ঘনিষ্ঠ ছিলেন, তাদের ইন্ধনে একটি মহল হাজী ইয়াছিনকে মনোনয়ন থেকে বাদ দিতে ভূমিকা রেখেছে। আন্দোলনকারীরা দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার সন্ধ্যায় ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা/রুবেল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ন ত কর ম সদস য ব এনপ
এছাড়াও পড়ুন:
অস্কার মনোনীত অভিনেত্রী ডায়ান মারা গেছেন
তিনবারের অস্কার মনোনয়নপ্রাপ্ত দাপুটে হলিউড অভিনেত্রী ডায়ান ল্যাড মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওজাইয়ের নিজ বাড়ি শেষ নিঃশ্বাস ত্যঅগ করেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটিকে এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রীর কন্যা লরা ডার্ন।
‘ওয়াইল্ড অ্যাট হার্ট’খ্যাত অভিনেত্রী ডায়ানার কন্যা লরা ডার্ন মায়ের মৃত্যুর খবর জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে লরা বলেন, “আমার অসাধারণ হিরো এবং জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার, আমার মা ডায়ান ল্যাড মারা গেছেন। ওজাইয়ের বাড়িতে আজ সকালে আমার পাশে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।”
আরো পড়ুন:
হলিউডে সৃজিতের নয়া মিশন
শতবর্ষে নিভে গেল অভিনেত্রীর জীবনপ্রদীপ
“তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ কন্যা, মা, দাদি, অভিনেত্রী, শিল্পী এবং সহানুভূতিশীল আত্মা—যেমনটা শুধু স্বপ্নেই কল্পনা করা যায়। আমরা ভাগ্যবান যে, তাকে পেয়েছিলাম। এখন তিনি স্বর্গদূতদের সঙ্গে উড়ছেন।” বলেন লরা।
১৯৬০ সালে মার্কিন অভিনেতা ব্রুস ডার্নের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ডায়ান। এ সংসারে জন্ম নেয় লরা ডার্ন। যদিও ডায়ানের প্রথম সংসার ভেঙে যায়। প্রাক্তন স্ত্রীকে নিয়ে ব্রুস একটি বিবৃতি দিয়েছেন। তাতে তিনি বলেন, “ডায়ান ছিলেন অসাধারণ একজন অভিনেত্রী। আমি তাকে ‘লুকানো রত্ন’ মনে করি। ডেভিড লিঞ্চ যখন তাকে ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ সিনেমায় লরার মায়ের চরিত্রে অভিনয়ের সুযোগ দেন, তখনই দুনিয়া তার প্রতিভার প্রকৃত স্বরূপ চিনতে পারেন। বহু বছর ধরে ডায়ান স্ক্রিন অ্যাক্টর গিল্ডের সদস্য হিসেবে অভিনেতাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, যা ছিল অমূল্য অবদান। ভালো একটি জীবন কাটিয়েছেন ডায়ান।”
“সহঅভিনেত্রী হিসেবে ডায়ান ছিলেন অসাধারণ। হাস্যরসিক, বুদ্ধিমতী, দয়ালু মানুষ ছিলেন ডায়ান। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—আমাদের অসাধারণ কন্যার জন্য মহান একজন মা ছিলেন ডায়ান। এর জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব।” বলেন ব্রুস।
১৯৩৫ সালের ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন ডায়ান। মঞ্চ ও টিভি নাটক দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন এই অভিনেত্রী। ল্যাড মার্টিন স্করসেজি নির্মিত ‘অ্যালিস ডাজনট লাইভ হিয়ার এনিমোর’ সিনেমা ১৯৭৪ সালে মুক্তি পায়। এ সিনেমায় অভিনয় করে খ্যাতি কুড়ান তিনি। কেবল তাই নয় এ সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার মনোনয়ন লাভ করেন ডায়ান।
পরবর্তীতে ‘চায়নাটাউন’, ‘প্রাইমারি কালার্স’, ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’, ‘র্যাম্বলিং রোজ’-সহ অসংখ্য উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেন ডায়ান। ডেভিড লিঞ্চ নির্মিত ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ সিনেমা ১৯৯০ সালে মুক্তি পায়। এতে খলনায়িকা চরিত্রে অভিনয় করেন ডায়ান। ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ ও ‘র্যাম্বলিং রোজ’ সিনেমার জন্য দুইবার অস্কার মনোনয়ন পান এই অভিনেত্রী।
ঢাকা/শান্ত