বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ
Published: 14th, January 2025 GMT
বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার (বিএলএসডিসি) ও ফ্রেন্ডশিপ প্রজেক্টের যৌথ উদ্যোগে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপ্তি ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) বিএলএসডিসির মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএলএসডিসির ইনচার্জ মেজর মো. গোলাম হায়দার (অব.
শিক্ষার্থীদের অভিজ্ঞতা তুলে ধরে মো. শাহিন আলম বলেন, বসুন্ধরা ও ফ্রেন্ডশিপকে ধন্যবাদ জানাই। তিন মাসের ইলেকট্রনিকস প্রশিক্ষণ শেষে এখন আমি এই সার্টিফিকেট ও অর্জিত জ্ঞান কাজে লাগাতে পারব। আরেক শিক্ষার্থী মো. রাসেল জানান, আমি ফ্রিজ মেরামতের কাজ শিখেছি। এখানকার শিক্ষকরা হাতে-কলমে আমাদের কাজ শিখিয়েছেন।
প্রধান অতিথি রেজা আহমেদ বলেন, বসুন্ধরা গ্রুপ ও ফ্রেন্ডশিপের উদ্যোগে এই প্রশিক্ষণ নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রশিক্ষণের গুণগত মান প্রশংসনীয় এবং এটি তরুণদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। তিনি শিক্ষার্থীদের সুনাগরিক ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ফ্রেন্ডশিপ প্রজেক্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. অলিভ হুসাইন এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এই প্রশিক্ষণ ভবিষ্যতে তাদের দক্ষতা ও কর্মজীবনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
ঢাকা/এনএইচ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার
রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।
গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।
সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।
ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’