জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে এক পরিবারের তিনজনকে কুপিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিপুল মিয়া (৪৫), তাঁর স্ত্রী মুক্তা বেগম (৩৫) ও মা আসমা বেগমকে (৬৫) সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক বিপুল মিয়াকে মৃত ঘোষণা করেন। মুক্তা ও আসমার হাত-পায়ের রগ কাটা ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ময়নমসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আসাদুজ্জামান আপেলের সঙ্গে চাচাতো ভাই বিপুলের বসতবাড়ির ১৩ শতাংশ জমি নিয়ে বিরোধ। কয়েক দিন আগে বিপুল বসতভিটার দুটি গাছ কাটার সিদ্ধান্ত নেন। বাধা দেওয়ার সন্দেহে সরিষাবাড়ী থানায় আপেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এটা জানতে পেরে গতকাল সকালে আপেলের নেতৃত্বে কাটারি, চাপাতি, রামদা নিয়ে বিপুলের বাড়িঘরে হামলা হয়। তারা বিপুল, তাঁর স্ত্রী ও মাকে এলোপাতাড়ি কোপায়। এতে বিপুলের ডান পা ও ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। মুক্তার বাঁ পা ও দুই হাতের কবজি, আঙুল এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষত করে। আসমার ডান হাত ভেঙে গেছে। ঘটনার সময় বিপুল ও মুক্তার সন্তান খেলতে খেলতে বাড়ির দিকে আসছিল। এ সময় বিপুলের ভাইয়ের স্ত্রী আঁখি আক্তার তাকে নিয়ে পালিয়ে যান।

আঁখি আক্তার বলেন, ‘ঘটনার সময় বিপুল ভাইয়ের ছেলে মমিন (১২) বাড়িতে ছিল না। ওই সময় বাইরে থেকে বাড়ির দিকে আসছিল। আমি কিছু বুঝতে না দিয়ে রাস্তা থেকে মমিনকে নিয়ে পালিয়ে যাই। মমিন থাকলে ওকেও মেরে ফেলত ওরা।’

সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, ‘জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ দুই পরিবারের। এর জের  ধরে হতাহতের ঘটনা ঘটেছে। হত্যাকারীদের গ্রেপ্তারে কয়েকটি দল কাজ করছে। এ ঘটনায় অভিযুক্ত আপেলের মা আনোয়ারা বেগমকে আটক করা হয়েছে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: জখম ক প য় জখম সময় ব

এছাড়াও পড়ুন:

গাইবান্ধায় চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। তাঁদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

আজ রোববার সকালে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তাঁদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সীমান্তবর্তী মাজার এলাকার বাসিন্দা আবদুস সালামের বাড়ির গোয়াল থেকে কয়েকজন তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিলেন। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। গরু চুরির কথা শুনে সবাই মিলে লাঠিসোঁটা হাতে তাঁদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তাঁরা পাশের নাসিরাবাদ গ্রামের দিকে পালিয়ে যান।

পরে নাসিরাবাদ গ্রামের লোকজন গরু চোরের উপস্থিতি টের পেয়ে তাঁদের ধাওয়া করলে তিনজন স্থানীয় একটি পুকুরে ঝাঁপ দেন। এ সময় এলাকাবাসী তাঁদের পুকুর থেকে উদ্ধার করে পিটুনি দেন। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। আরেকজন গুরুতর আহত হন।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশ সদস্যরা আহত ব্যক্তিকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • গাইবান্ধায় চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা