দেশ বাঁচাও, মানুষ বাঁচাও— স্লোগানে জাতীয়তাবাদী তাঁতীদল বরিশাল দক্ষিণ জেলার মতবিনিময় সভা করেছে। এ উপলক্ষে শহরের অশ্বিনী কুমার হলের সামনে শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে মতবিনিময় সভার সূচনা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানের সূচনা পর্বের পর নগরীতে শোভাযাত্রা বের করা হয়। তারা ফের অশ্বিনী কুমার হলে এসে সভায় অংশ নেয়। এখানে নেতারা বলেন, ‘‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত ৩১ দফায় দেশের জনগণের চাহিদার কথা তুলে ধরা হয়েছে। আমরা এই মতবিনিময় সভার মধ্য দিয়ে তা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে পৌঁছে দিতে চাই। যাতে করে সাধারণ মানুষ বুঝতে পারে জাতীয়তাবাদী দল কী চাচ্ছে। দেশ পরিচালনার দায়িত্ব পেলে তাদের জন্য কতটা উপযোগী হবে।’’
এস এম মাইনুল হাসান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
আরো পড়ুন:
বিএনপির পায়ের নিচের মাটি সরে গেছে: চরমোনাই পীর
‘নির্বাচন ছাড়া দেশ স্থিতিশীলতা আসবে না’
ঢাকা/অনিক/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি
চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায় এক ব্যবসায়ীকে বাসায় ঢুকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম মো. ইউনুস। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ জানিয়েছে, মো. ইউনুস নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার বা খননযন্ত্রের ব্যবসা করেন। রাতে নিজের বাসাতেই ছিলেন তিনি। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাঁকে চার থেকে পাঁচটি গুলি করে। তাঁর মুখে, হাঁটুতে ও হাতে গুলি লেগেছে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
উত্তর মোহরা এলাকাটি নগরের চান্দগাঁও থানার আওতাধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ীকে রাতেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।