নেপালে প্রথমবারের মতো বাংলাদেশি নারীদের হিমালয় অভিযান
Published: 18th, January 2025 GMT
হিমালয় অভিযান বরাবরই ঝুঁকিপূর্ণ। শীতকালে তুষারপাত ও বৈরী আবহাওয়ায় তা আরও বেড়ে যায়। সাধারণত এ সময়ে হিমালয়ে অভিযান থেকে বিরত থাকেন পর্বতারোহীরা। এ চ্যালেঞ্জটাই গ্রহণ করেন বাংলাদেশের পাঁচ নারী। এবারই প্রথম বাংলাদেশের কোনো নারী অভিযাত্রী দল নেপালে অভিযান চালায়। ল্যাংটাং হিমালয়ের তিনটি চূড়া– ৫ হাজার ৫০০ মিটার উচ্চতাসম্পন্ন ইয়ালা শৃঙ্গ, ৫ হাজার ১৪৫ মিটার উচ্চতাসম্পন্ন সুরিয়া শৃঙ্গ এবং ৪ হাজার ৭৪৭ মিটার উঁচু গাঁসাইকুণ্ড শৃঙ্গ জয় করেন নারী অভিযাত্রীরা। প্রতিটি চূড়ায় দাঁড়িয়ে গর্বের সঙ্গে জাতীয় পতাকা উড়িয়েছেন তারা।
তীব্র ঠান্ডার মধ্যে দুর্গম হিমালয় অভিযান সম্পন্ন করা নারীদের মধ্যে রয়েছেন– এভারেস্টজয়ী পর্বতারোহী নিশাত মজুমদার। তাঁর নেতৃত্বে অভিযানে আরও অংশ নেন ইয়াসমিন লিসা, তহুরা সুলতানা রেখা, প্রশিক্ষণার্থী ট্র্যাকার এপি তালুকদার এবং অর্পিতা দেবনাথ।
তবে এই পাঁচ নারী পর্বতারোহীর গল্প এটুকুই নয় শুধু। তাদের পেছনে শক্তির আধার হয়ে রয়েছেন নারী জাগরণের অন্যতম পথিকৃত বেগম রোকেয়া। গত বছরের মে মাসে ইউনেস্কোর ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড রিজিওনাল রেজিস্টার ফর এশিয়া প্যাসিফিক’ তালিকায় স্থান করে নেয় এই নারীবাদী কথাসাহিত্যিকের উপন্যাস ‘‘সুলতানা’জ ড্রিম’’। এই নারীবাদী সাহিত্যকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে ‘‘সুলতানা’জ ড্রিম আনবাউন্ড’’ বা ‘সুলতানার স্বপ্ন অবারিত’ স্লোগানে এ অভিযানের আয়োজন করে পর্বতারোহীদের সংগঠন ‘অভিযাত্রী’। মাস্টারকার্ডের সহযোগিতায় শীতকালীন এ পর্বতাভিযানে সহযোগী হিসেবে রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর।
গত ২৮ ডিসেম্বর অভিযাত্রী দলটি ৪ হাজার মিটার উচ্চতাসম্পন্ন লিরুং লেকে পৌঁছায়। শীতের কারণে লেকের পানি জমে বরফ হয়ে গিয়েছিল। বিকেলের দিকে আবার তীব্র তুষারপাত শুরু হয়। এ অবস্থায় পরের দিন ২৯ ডিসেম্বর ইয়ালা পর্বতের বেসক্যাম্পে (৪৮৪০ মিটার) পৌঁছায় অভিযাত্রী দল।
তিন পর্বতারোহী শৃঙ্গের উদ্দেশে অভিযানে যাবেন বলে বেসক্যাম্পে রয়ে যান। বাকি দুজন নবীন ট্র্যাকার বেসক্যাম্প থেকে ফিরে যান কেয়াঞ্জিং গ্রামে। ৩০ ডিসেম্বর দুপুর ২টায় নিশাত মজুমদার, ইয়াছমিন লিসা ও তাহুরা সুলতানা রেখা ইয়ালা পর্বতের চূড়ায় পৌঁছান। এটি ছিল ‘‘টিম সুলতানা’জ ড্রিম’’-এর প্রথম সফল পর্বতারোহণ।
জানা যায়, নয়া কাংগা আর ব্যাডেন পাওয়েল একই উচ্চতার। ব্যাডেন পাওয়েলের তুষার এবং বরফের যে অবস্থা নয়া কাংগার একই অবস্থা ছিল। এ দুটি পিক আরোহণ করার জন্য আরও সময় এবং সরঞ্জামের প্রয়োজন ছিল। এই অভিযাত্রী দলের তা ছিল না। এ কারণে পরিকল্পনায় পরিবর্তন আনা হয়। দুই হাজার মিটার নিচে নেমে দলটি আবার দলবদ্ধ হয়।
নিশাত মজুমদার বলেন, ‘আমরা ব্যাডেন পাওয়েল শৃঙ্গের ৪ হাজার ৬০০ মিটারে একটি বেসক্যাম্প স্থাপন করে ৫ হাজার ৪০০ মিটার পর্যন্ত পথ খুলে দিয়েছিলাম। ফাটলগুলো আমাদের অবসর থাকতে দেয়নি। হাল ছাড়ার পরিবর্তে, আমরা পুনর্গঠিত হয়ে মোট তিনটি চূড়ায় আরোহণের নতুন লক্ষ্য নির্ধারণ করি।’
অভিযাত্রী দল ক্যায়াঞ্জিং থেকে চলে যায় গোঁসাইকুণ্ডে। নবীন দুই অভিযাত্রীকে সঙ্গে নিয়ে গোঁসাইকুণ্ড শৃঙ্গে আরোহণ করে অভিযাত্রী দল। তারা সুরিয়া শৃঙ্গেও আরোহণ করেন। সব অভিযান সফলভাবে শেষ করে অভিযাত্রী দল ১২ জানুয়ারি কাঠমান্ডু পৌঁছায়।
প্রথমবারের মতো এমন অভিযানে গিয়েছেন ট্র্যাকার অর্পিতা দেবনাথ। তিনি জানান, ২১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই অভিযানের সময় ইয়ালা বেসক্যাম্পে যাওয়ার পথে তিনি জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর মুখোমুখি হন। চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার পর, অভিযানটি জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে জানিয়ে অর্পিতা আরও বলেন, ‘‘আমাকে স্যার এডমন্ড হিলারির এ কথাগুলো অনুপ্রাণিত করে– ‘আমরা যে পাহাড় জয় করি তা নয়, বরং নিজেদেরই জয় করি’।’’
আরেক পর্বতারোহী তহুরা সুলতানা রেখা জানান, পর্বতারোহণের পথ বেছে নেওয়ার সময় তাঁকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে যেতে হয়েছে। তিনি আরও বলেন, ‘‘মানুষ সবসময় কটূক্তি করে, ‘এতে দেশের কী লাভ?’ ‘কেন একজন নারী পাহাড়ে উঠবে?’ কিন্তু পাহাড় আমার কাছে মায়ের মতো; আর যা-ই হোক না কেন, আমি আমার স্বপ্ন এবং পাহাড়ের প্রতি আমার ভালোবাসাকে অগ্রাধিকার দেব।’’
বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ড.
ছবি: তহুরা সুলতানা রেখার ফেসবুক প্রোফাইল থেকে
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জমজমাট নাটকের পর কিংসের শিরোপা উৎসব
সময়ের চেয়েও বেশি দীর্ঘ হলো অপেক্ষা। উত্তেজনার বাঁকে বাঁকে লুকিয়ে ছিল ফুটবলীয় রোমাঞ্চ। শেষ ১৫ মিনিট যেন পরিণত হলো রূপকথার উপসংহারে—যেখানে আবাহনীর স্বপ্ন থেমে যায়, আর বসুন্ধরা কিংস খুঁজে পায় চতুর্থ ফেডারেশন কাপের সোনালি মুহূর্ত।
বৃষ্টির ছন্দে বিভ্রান্ত হওয়া ফাইনাল আবার শুরু হলো এক সপ্তাহ পর। ১-১ সমতায় থাকা ম্যাচের বাকি অংশ গড়ালো ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। যেখানে শুরু থেকেই ১০ জনের দল নিয়ে খেলতে নামে কিংস। অতিরিক্ত সময়ে কিছুই হল না। তবে অপেক্ষার পুরস্কার মিলল টাইব্রেকারে।
সেখানে বাজিমাত করলেন কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। আবাহনীর দ্বিতীয় শট আটকে দিয়ে দলকে দিলেন এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস। আর শেষ শটটি নেন ব্রাজিলিয়ান ড্যাসিয়েল, যা গোললাইন পার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই উৎসবে ফেটে পড়ে কিংস শিবির।
আরো পড়ুন:
যে কারণে এবারের লিগ জয়কে এগিয়ে রাখছেন সালাহ
পাঁচ গোলের রোমাঞ্চকর ফাইনালে শেষ হাসি বার্সার
কিছুদিন আগেই আবাহনীর কাছে টাইব্রেকারে হেরেছিল কিংস। এবার সেই হারের উত্তরটা যেন মিলল একই মঞ্চে, একই কৌশলে— তবে ভিন্ন ফলাফলে। মোরসালিন, তপু, ইনসান, জোনাথন আর ড্যাসিয়েল— কেউই ভুল করেননি। আবাহনীর একমাত্র ব্যর্থ শটটি ছিল নাইজেরিয়ান এমেকার, যা ঠেকিয়ে দেন শ্রাবণ। আর মিরাজুলের চতুর্থ শট, যা প্রথমবার ঠেকিয়ে দিয়েছিলেন শ্রাবণ। কিন্তু রেফারির সিদ্ধান্তে আবার নিতে হয়। তাতেও গোল হলেও ততক্ষণে কিংস হয়ে গেছে অপ্রতিরোধ্য।
এদিন মাত্র ১৫ মিনিট খেলা হলেও মাঠের উত্তাপ ছিল পূর্ণদৈর্ঘ্য নাটকের মতো। শুরুতেই হলুদ কার্ড দেখেন আবাহনীর সুমন রেজা ও অধিনায়ক হৃদয়। আগের ম্যাচেও হলুদ-লাল কার্ডে ভরা ছিল দৃশ্যপট। ফুটবল এখানে শুধু কৌশলের খেলা নয় তা যেন হয়ে ওঠে মানসিক স্থিতির পরীক্ষাও।
এই জয়ে বসুন্ধরা কিংস চতুর্থবারের মতো ফেডারেশন কাপ জয় করল। একই সঙ্গে আবাহনীকে প্রথমবার কোনো ফাইনালে হারানোর কৃতিত্বও অর্জন করল তারা। অতীতে দুই ফাইনালে পরাজিত হয়েছিল কিংস। এবার তারা সেই রেকর্ড মুছে দিল নির্ভার ফুটবলে।
ঢাকা/আমিনুল