বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে এগিয়ে নিতে সিকৃবি উপাচার্যের অঙ্গীকার
Published: 20th, October 2025 GMT
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, “উপাচার্য হিসেবে যোগদানের আগে এ বিশ্ববিদ্যালয়ের কাঠামোগত অনেক দুর্বলতা ছিল, তা জানা ছিল না। এখন সব প্রিয় ব্যক্তিদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ করে একে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করাই আমার মূল লক্ষ্য।”
সোমবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম ভবনে উপাচার্যের যোগদানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘সিকৃবি উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন:
মাছের উৎপাদন হ্রাসের কারণ নদীর দূষণ: মৎস্য সচিব
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে তিলক, আলতাফের মতো বহু মেধাবী ও রত্নসম শিক্ষক রয়েছেন। তাদের সুযোগ দিলে তারা গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আরো বড় অবদান রাখতে পারবে। আমরা যদি একে অপরের পাশে দাঁড়াই, তাহলে এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব।”
তিনি আরো বলেন, “আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি— যাতে বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থীরা বিদেশে গিয়ে ভাষাজনিত কোনো সমস্যার মুখে না পড়ে। এজন্য ইংরেজি, চায়নিজ, জাপানিজ ও স্প্যানিশ ভাষা শেখার ব্যবস্থা করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি।”
অধ্যাপক ড.
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী বলেন, “উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবার উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। আবার বাবার মতো নিয়মিত সবার খোঁজখবর নেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা যেমন- লিফট, ক্যান্টিন ইত্যাদি সমস্যার সমাধানে আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি।”
ঢাকা/আইনুল/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শিক্ষার্থী জুবায়েদ হত্যা, সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ
রাজধানীর আরমানিটোলার পানির পাম্প গলিতে দুর্বৃত্তদের হাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য মোঃ জুবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদল।
সোমবার (২০ জুলাই ২০২৫) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম। এ সময় ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, ভূবণ আহমেদ, মোতালিব, সুমনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, “জুবায়েদ হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা নয়। এটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
আমিনুল ইসলাম বলেন, “জুবায়েদ ছিল আমাদের মতোই একজন ছাত্র একজন স্বপ্নবান তরুণ। তাকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তারা কেবল একজন ছাত্র নয়, গোটা ছাত্র সমাজের ওপর আঘাত হেনেছে। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই এই হত্যার বিচার না হলে দেশব্যাপী ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে।”
তিনি আরও বলেন, “ছাত্রদলের একজন কর্মীকে নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসীরা প্রমাণ করেছে তারা মানুষের জান-মালের কোনো মূল্য দেয় না। এ ধরনের জঘন্য ঘটনার বিচার না হলে সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।” বিক্ষোভ শেষে হত্যাকাণ্ডের বিচার দাবিতে একটি স্মারকলিপি ও প্রদান করা হয়।