বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) আজ রোববারের (১৯ জানুয়ারি, ২০২৫) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দুর্বার রাজশাহী এবং খুলনা টাইগার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগার্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হয়েছে দুই দল।
এবারের বিপিএলে এটি হতে যাচ্ছে দুই দলের দ্বিতীয় মধ্যে দ্বিতীয় ম্যাচ। সিলেটে আগের দেখায় খুলনাকে ২৮ রানে হারিয়েছে এনামুল হক বিজয়ের রাজশাহী।
এবারের আসরের প্রথম থেকেই পারিশ্রমিক নিয়ে সোচ্চার ছিল রাজশাহী। এমনকি পারিশ্রমিক না পেলে চিটাগং পর্বে মাঠে নামবে বলে জানিয়ে দিয়েছিল কিংস খেলোয়াড়রা। তবে পারিশ্রমিকের কিছু অংশ পেয়েই সর্বশেষ ম্যাচে সিলেটকে ৬৫ রানে বিধ্বস্ত করে দিয়েছিল তাসকিন আহমেদরা।
অন্যদিকে প্রতিশ্রুতিশীল দল গড়েও এবারের বিপিএল আসরে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে আছে মিরাজের খুলনা। ৭ ম্যাচ শেষে (-০.
আরো পড়ুন:
বরিশালকে বিপদে পড়তে দেননি মালান
২০ বলে এলোমেলো চিটাগং, স্কোরবোর্ডে পুঁজি কেবল ১২১
এই ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে খেলছে খুলনা। গত ম্যাচে খেলা ইংলিশ ওপেনার ডম সিবলির পরিবর্তে দলে এসেছে উইলিয়াম বোসিস্টো এবং আরেক বিদেশী দারউইশ রসুলির পরিবর্তে দলে এসেছেন অ্যালেক্স রস। তাছাড়া সবশেষ ম্যাচে বিপিএলে অভিষেক হওয়া মাহফুজুর রহমান রাব্বির পরিবর্তে দলে ঢুকেছেন পেসার রুবেল হোসেন।
অন্যদিকে অপরিবর্তিত দল নিয়ে খেলতে নেমেছে রাজশাহী।
ঢাকা/নাভিদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব প এল ব প এল
এছাড়াও পড়ুন:
মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার
রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।
গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।
সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।
ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’