গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক এমপি কর্নেল (অব.) আব্দুল কাদের খান (৭৮) রোববার ভোরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।
সুন্দরগঞ্জ আসনের সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন কাদের খান। তাঁর ভাগনে কলেজ শিক্ষক হাবিবুর রহমান জানান, গত বছরের ৯ অক্টোবর কেরানীগঞ্জ কারাগারে স্ট্রোক করলে কাদের খানকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ জানুয়ারি তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। জাতীয় পার্টির সাবেক এই এমপির গ্রামের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার খানপাড়া গ্রামে। এ ছাড়া বগুড়ার মালতিনগরে তাঁর বাড়ি ও ক্লিনিক রয়েছে। রোববার রাতে জানাজা শেষে তাঁকে বগুড়ার বাসায় দাফন করা হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: এমপ
এছাড়াও পড়ুন:
মালাইকার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা
মামলার পরবর্তী শুনানিতে হাজির না হলেই বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন মুম্বাইয়ের আদালত। ২০১২ সালের একটি মামলার শুনানিতে এ আদেশ দেন আদালত। আগামী ৯ জুলাই মামলার পরবর্তী শুনানিতে হাজির না হলেই অভিনেত্রীর বিরুদ্ধে এ পরোয়ানা জারি হবে। খবর বলিউড হাঙ্গামার
সমন জারির পরও গত ২৯ এপ্রিল মামলার শুনানিতে হাজির ছিলেন না মালাইকা। শুনানিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এস জানওয়ার নিজের পর্যবেক্ষণে বলেন, অভিনেত্রী ইচ্ছা করেই শুনানিতে হাজির হচ্ছেন না, তিনি আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করছেন না।
মালাইকা অরোরা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে