নিখোঁজের পাঁচ দিন পর নদে মিলল স্কুলছাত্রের লাশ
Published: 19th, January 2025 GMT
নরসিংদীর বেলাবতে নিখোঁজের পাঁচ দিন পর গতকাল রোববার আড়িয়াল খাঁ নদে পাওয়া গেছে স্কুলছাত্র অনয় চন্দ্র মোদকের (১৩) লাশ। সে বেলাব উপজেলা বেলাব মাটিয়ালপাড়া গ্রামের গৌরাঙ্গ চন্দ্র মোদকের ছেলে এবং বেলাব পাইলট সরকারি মডার্ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
জানা যায়, ১৪ জানুয়ারি সন্ধ্যায় অনয় বেলাব মাটিয়ালপাড়া নিজ বাড়ি থেকে শিক্ষা উপকরণ কেনার জন্য বেলাব বাজারে গিয়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করে না পেয়ে তার পরিবার রাতেই বেলাব থানায় জিডি করে। পরে ১৬ জানুয়ারি জিডিটি মামলায় পরিণত হয়।
তবে অনয় নিখোঁজ হওয়ার পর একটি ফোন নম্বর থেকে অপহরণের কথা জানিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হলে পরিবার টাকা পরিশোধ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করার পরই ওই কলটি আসে। এর পরই মেলে অনয়ের লাশ। পুলিশ বলছে, ডিএনএ টেস্টের পরই কার লাশ, তা নিশ্চিত হওয়া যাবে। কারণ, লাশ বিকৃত হয়ে গেছে।
এরই মধ্যে গতকাল রোববার বিকেলে বিন্নাবাইদ ইউনিয়নের দীঘলদিকান্দি এলাকার আড়িয়াল নদে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। স্বজন ও স্থানীয়রা লাশটি অনয়ের বলেই শনাক্ত করেন। তাদের দাবি, অনয়কে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের বিচার ও শাস্তি চেয়েছে পরিবার।
অন্যদিকে, মোবাইল নম্বর ট্র্যাক করে অপহরণকারীদের অবস্থান ভোলায় শনাক্ত করেছে পুলিশ। বেলাব থানার পুলিশের একটি টিম বর্তমানে ভোলায় অবস্থান করছে। অনয়ের চাচাতো ভাই পলাশ মোদক বলেন, মুক্তিপণ দিয়েও অনয়কে জীবিত পাইনি। দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, নিখোঁজের স্বজন ধারণা করছেন, এটি অনয়ের লাশ। ডিএনএ পরীক্ষায় বিষয়টি স্পষ্ট হবে। রাত ৯টায় শেখ খবর পাওয়া পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে জানান তিনি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় ব্যবসায়ীকে লক্ষ্য করে দূর্বৃত্তদের গুলি
ফতুল্লায় কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার এলাকায় মোটর সাইকেল যোগে এসে আফসার করিম প্লাজার মালিক নান্টু নামের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি করেছেন দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ মে) রাত ৮টার দিকে পাগলা বাজার আফসার করিম প্লাজার সামনে ঘটনা ঘটে।
এ বিষয়ে প্রতক্ষ্যদর্শী ফল ব্যবসায়ী উত্তম সাংবাদিকদেট জানান, আমি রাস্তার পাশে ফল নিয়ে বসে ছিলাম এমন সময় দেখলাম পাগলা বাজার আবসার করি প্লাজারের মালিক আলহাজ্ব নান্টু সাহেব অপর এক দোকান থেকে ফল কিনছিলেন।
এমন সময় তিনি গাড়িতে উঠার সময় তাকে লক্ষ্য করে দুইজন যুবক এলোপাথারি বেশ কয়েক রাউন্ড গুলি চালায়, গুলির সময় ব্যবসায়ী নান্টু তার ব্যবহৃত প্রাইভেট কারে দ্রুত উঠে পড়েন। পরে সেখান থেকে তিনি গাড়ি নিয়ে ফতুল্লার দিকে চলে যান। অপরদিকে হামলাকারী সন্ত্রাসীরা মোটর সাইকেল নিয়ে ঢাকার শ্যামপুরের দিকে পালিয়ে যায়।
ঘটনাস্থলে গাড়িতে গুলি করা কাচঁ পরে থাকতে দেখা যায়। কোন হতাহতের খবর পাওয়া যায়নি, এ ঘটনার পর থেকে পাগলা বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছেন।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি প্রাথমিকভাবে ঘটনা সত্যতা পাওয়া গেছেন তদন্তপূর্বক আইনগনের ব্যবস্থা নেওয়া হবে।