ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতা জোবায়েদ হোসেন হত্যায় প্রধান সন্দেহভাজন মাহির রহমানকে আজ বংশাল থানায় পুলিশের কাছে সোপর্দ করেন তার মা। মাহিরের খালু ইমরান শেখকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয় পুলিশ। এই ঘটনায় মাহিরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, প্রেমের কারণে এই হত্যাকাণ্ড। জোবায়েদের পরিবার মামলা করতে চাইলেও, পুলিশের পরামর্শে সেটি এখনো হয়নি।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মিঠুর জোড়া গোলে আবারও সেমিফাইনালে এআইইউবি

গতবারের রানার্সআপ হিসেবে মাঠে নামার আগেই মানসিকভাবে এগিয়ে ছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি)। মাঠে নেমে নিজেদের শক্তিটা ভালোই দেখিয়েছে তারা। আর সেই শক্তির সামনে পেরে ওঠেনি গতবারের সেমিফাইনালিস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে ইস্পাহানি-প্রথম আলো তৃতীয় আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে এআইইউবি।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে আজ সকালে তৃতীয় কোয়ার্টার ফাইনালে শ্রেয়তর দল হিসেবেই জিতেছে এআইইউবি। বাংলাদেশের শীর্ষ লিগের কয়েকজন খেলোয়াড় খেলেছেন দলটিতে। গোলপোস্টের নিচে ছিলেন পুলিশ এফসির গোলকিপার আসিফ ভূঁইয়া, একই দলের ফরোয়ার্ড মঈন আহমেদ, ঢাকা মোহামেডানের ডিফেন্ডার আজিজুল হক, রহমতগঞ্জের ডিফেন্ডার অলফাজ মিয়া, আরমাবাগের মিডফিল্ডার আক্কাস আলী ও ওমর ফারুক মিঠু খেলেন। গত ম্যাচে খেলতে না পারা মোহামেডানের ফরোয়ার্ড সৌরভ দেওয়ানকেও আজ পেয়েছে এআইইউবি।

ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন এআইইউবির ওমর ফারুক মিঠু

সম্পর্কিত নিবন্ধ