Risingbd:
2025-09-18@09:01:22 GMT

প্লে’অফের আশা ছাড়ছে না ঢাকা

Published: 20th, January 2025 GMT

প্লে’অফের আশা ছাড়ছে না ঢাকা

নয় ম‌্যাচে মাত্র দুই জয়। এখনও তিন ম‌্যাচ বাকি। বিপিএলের প্লে’অফ নিশ্চিতে তিন ম্যাচই জিততে হবে ঢাকা ক‌্যাপিটালসকে। যদি তিন ম‌্যাচ জিতে তাহলে পাঁচ জয় নিয়ে পয়েন্ট হবে ১০।

১০ পয়েন্ট হলেই যে প্লে’অফ নিশ্চিত হবে তেমনটা নয়। অন‌্য দলগুলোর সমীকরণকেও মাথায় রাখতে হবে। তবে আশা এখনই ছাড়ছে না ঢাকা ক‌্যাপিটালস। বিপিএলের নবাগত দলটি শেষ চারের আশাতেই শেষ তিন ম‌্যাচ মাঠে নামবে বলে জানালেন দলের অধিনায়ক থিসারা পেরেরা। সোমবার (২০ জানুয়ারি, ২০২৫) অলরাউন্ড পারফরম্যান্সে পেরেরা ঢাকাকে জিতিয়েছেন। ম‌্যাচসেরার পুরস্কার নিয়ে আসেন সংবাদ সম্মেলনে।

সেখানে দলের প্লে’অফের সম্ভাবনার কথা জানাতে গিয়ে পেরেরা বলেছেন, ‘‘আমি খুবই খুশি। কয়েকটি ম্যাচ হারার পর এই জয়টি আমাদের দরকার ছিল। সামনের পরিস্থিতি নিয়ে কেউ কিছু বলতে পারে না। সামনে তিনটি ম্যাচ যদি জিততে পারি, ১০ পয়েন্ট হবে। ক্রিকেটে কী হয়, কেউ বলতে পারে না। এজন্যই ক্রিকেট খেলাটা দারুণ। আজকের জয় নিয়ে আমি খুশি।”

আরো পড়ুন:

১৯২ রানের চ্যালেঞ্জ ছুড়ল চিটাগং

মানুষ তামিমকে দোষ দিয়ে মজা পায়: মালান

“আমরা যদি এভাবে খেলতে থাকি… এই দলের সম্ভাবনা আমি জানি। ১০ পয়েন্ট হয়ে গেলে যে কোনো কিছুই হতে পারে। এভাবে খেলতে থাকলে আমাদের ভালো সুযোগ আছে।” – যোগ করেন ঢাকার অধিনায়ক।

সিলেট স্ট্রাইকার্সকে ৬ রানে হারিয়েছে ঢাকা। আগে ব‌্যাটিং করতে নেমে ঢাকা ৬ উইকেটে ১৯৬ রান করে। সিলেট দারুণ জবাব দেওয়ার পরও ১৯০ রানের বেশি করতে পারেননি। শেষ দিকে ব‌্যাটিংয়ে নেমে ১৭ বলে ৩৭ রান করেন থিসারা। পরবর্তীতে বল হাতে পান ২ উইকেট। ক‌্যাচ নিয়েছেন ১টি। পারফেক্ট দিন কাটিয়ে ম‌্যাচসেরা হয়েছেন। লিটনের সঙ্গে তার ২৮ বলে ৮১ রানের জুটিতে ঢাকার ইনিংসের চিত্র পাল্টে যায়।

ম্যাচ নিয়ে থিসারার ব‌্যাখ‌্যা, ‘‘ম্যাচের শুরুতে উইকেট ব্যাটিংয়ের জন্য একটু কঠিন ছিল। এজন্য আমরা উইকেট ধরে রেখেছি। মৌলিক কাজ করে গেছি। ব্যাটিং লাইন আপের পরের দিকে তো আমাদের পাওয়ার হাউজ আছেই। আগের দিনও খেয়াল করেছিলাম, দিনের ম্যাচে উইকেট মন্থর থাকে। আমরা ১৬০ রানের কথা ভাবছিলাম। সঠিক লেংথে বল করলে এটা ১৬০ রানের উইকেট। লিটনকে এটাই বলেছিলাম যে, কোনো ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই, নিজেদের জোনে বল পেলে শট খেলা যাবে।”

চট্টগ্রাম/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল উইক ট

এছাড়াও পড়ুন:

বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।

প্রশিক্ষণের বিষয়

১. বেসিক কম্পিউটার,

২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,

৩. ইন্টারনেট,

৪. গ্রাফিক ডিজাইন,

৫. ফ্রিল্যান্সিং,

৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।

আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা

১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,

২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,

৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,

৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,

৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে

১. ঢাকা,

২. চট্টগ্রাম,

৩. রাজশাহী,

৪. খুলনা,

৫. বরিশাল,

৬. সিলেট,

৭. দিনাজপুর,

৮. গোপালগঞ্জ।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র

১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,

২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,

৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,

৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,

৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।

নিবন্ধন ফি

মনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।

দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে

সম্পর্কিত নিবন্ধ