ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

এতে বায়োটেকনোলজি অ্যান্ড জিনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগকে ১-০ গোলে পরাজিত করে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এ কৃতীত্ব অর্জন করে বিভাগটি। গত বছরের জুন মাসে শারীরিক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগ এ টুর্নামেন্টের আয়োজন করে।

ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড.

ওবায়দুল ইসলামের সভাপতিত্বে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে নকীব মোহাম্মদ মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “সবার সুশৃঙ্খল মনমানসিকতার সংমিশ্রণে বেশ শান্তিপূর্ণভাবে খেলা শেষ হওয়ায় তোমাদের অভিনন্দন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার ঐতিহ্য আছে। এটি ধরে রাখতে হবে। খেলাধুলায় বাংলাদেশের মধ্যে ইবি একটা ব্র্যান্ড।”

তিনি বলেন, “খেলাধুলার আরো অগ্রগতির জন্য আমাদের বেশকিছু পরিকল্পনা আছে। তার মধ্যে স্টেডিয়াম তৈরি, সুইমিং পুল নির্মাণসহ মেয়েদের খেলার সুব্যবস্থা করার পরিকল্পনা আছে। আনন্দে ভরে উঠুক সবার হৃদয় । বাগানের ফুল যেমন সুন্দর, খেলাধুলার মাধ্যমে তোমাদের হৃদয় সুন্দর হোক এই প্রত্যাশা।”

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

এতে বায়োটেকনোলজি অ্যান্ড জিনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগকে ১-০ গোলে পরাজিত করে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এ কৃতীত্ব অর্জন করে বিভাগটি। গত বছরের জুন মাসে শারীরিক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগ এ টুর্নামেন্টের আয়োজন করে।

ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের সভাপতিত্বে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে নকীব মোহাম্মদ মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “সবার সুশৃঙ্খল মনমানসিকতার সংমিশ্রণে বেশ শান্তিপূর্ণভাবে খেলা শেষ হওয়ায় তোমাদের অভিনন্দন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার ঐতিহ্য আছে। এটি ধরে রাখতে হবে। খেলাধুলায় বাংলাদেশের মধ্যে ইবি একটা ব্র্যান্ড।”

তিনি বলেন, “খেলাধুলার আরো অগ্রগতির জন্য আমাদের বেশকিছু পরিকল্পনা আছে। তার মধ্যে স্টেডিয়াম তৈরি, সুইমিং পুল নির্মাণসহ মেয়েদের খেলার সুব্যবস্থা করার পরিকল্পনা আছে। আনন্দে ভরে উঠুক সবার হৃদয় । বাগানের ফুল যেমন সুন্দর, খেলাধুলার মাধ্যমে তোমাদের হৃদয় সুন্দর হোক এই প্রত্যাশা।”

ঢাকা/তানিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসল ম র

এছাড়াও পড়ুন:

ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ।

শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৩১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৫১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.২০ পয়েন্ট বা ১.৯৪ শতাংশ।

এর আগের সপ্তাহের (২৪ থেকে ২৮ জুলাই) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৩১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.৬০ পয়েন্ট বা ৬.১৮ শতাংশ।

খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬.১০ পয়েন্টে, ব্যাংক খাতে ৭.১৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.৮৯ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১০.৭০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১১.০৮ পয়েন্টে, প্রকৌশল খাতে ১১.৩৫ পয়েন্টে, আর্থিক খাতে ১২.৬০ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৭৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৪.১০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৪.৯৪ পয়েন্টে, আইটি খাতে ১৬.৩১ পয়েন্টে, বিবিধ খাতে ১৬.৬৫ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৭.৯৬ পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে ১৮.৪৩ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২১.৮১ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ২১.৯৩ পয়েন্টে, পাট খাতে ২৬.১৯ পয়েন্টে, ট্যানারি খাতে ২৬.৭৭ পয়েন্টে,   এবং সিরামিক খাতে ৫৭.৪৭ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ