শ্রীলঙ্কায় টেনিসের সেমিফাইনালে বাংলাদেশের কাব্য
Published: 21st, January 2025 GMT
আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট টেনিস চ্যাম্পিয়নশিপে বালক এককের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের কাব্য গায়েন।
মঙ্গলবার কলম্বোয় বালক এককের কোয়ার্টার ফাইনালে কাব্য গায়েন ৩-৬, ৬-৩, ৬-২ গেমে শ্রীলঙ্কার পেইরিস পাত্তিয়াজকে হারিয়েছেন।
বালক এককের অপর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মো. আকাশ হোসেন ৩-৬, ৩-৬ গেমে পাকিস্তানের মুহাম্মদ সায়ানের কাছে এবং বালিকা এককের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের জান্নাত হাওলাদার ৩-৬, ১-৬ গেমে শ্রীলঙ্কার আনায়া জোয়ানির কাছে হেরে যান।
.উৎস: Samakal
কীওয়ার্ড: একক র
এছাড়াও পড়ুন:
মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।
মেটা রেব্যান ডিসপ্লে