বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সপ্তম সমাবর্তন আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকার আগারগাও এ অবস্থিত চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সমাবর্তন হবে বলে জানা গেছে। 

এর আগে, ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়টির ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়। 

আগামী সমাবর্তনকে সামনে রেখে ইতিমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। সপ্তম সমাবর্তনের জন্য ‘সামার ২০১৭’ সেমিস্টার থেকে ‘ফল ২০২৪’ সেমিস্টারের মধ্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্নকারী শিক্ষার্থীরা অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

যেসব শিক্ষার্থী সব সনদ উত্তোলন করেছেন, তারা নিজ নিজ স্টুডেন্ট পোর্টালে লগ ইন করে সরাসরি রেজিষ্ট্রেশন করতে পারবেন। কিন্তু যারা উত্তোলন করেননি, তাদের যাবতীয় বকেয়া (যদি থাকে) পরিশোধ করে সব সনদ উত্তোলনের পর স্টুডেন্ট পোর্টালে লগ ইন করে রেজিষ্ট্রেশন করতে হবে।

রেজিস্ট্রেশনের সময় শিক্ষার্থীদের তাদের সচল মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস প্রদান করতে হবে। সঙ্গে একটি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপলোড করতে হবে। কোনো অবস্থাতেই ছবির সাইজ ২এমবি এর বেশি হওয়া যাবে না এবং অবশ্যই .

জেপিজি অথবা .জেপিইজি ফরম্যাটে হতে হবে।

সমাবর্তনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৭ হাজার টাকা (সনদ ফি’সহ)। তবে গাউন জামানত ১ হাজার টাকাসহ (ফেরতযোগ্য) মোট ৮ হাজার টাকা জমা দিতে হবে। এছাড়া অতিথি (সর্বোচ্চ দুইজন, প্রাপ্তবয়স্ক) ফি  জনপ্রতি ২ হাজার টাকা করা হয়েছে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের টঙ্গী শাখার হিসাবের নাম AUB CONVOCATION এবং হিসাব নম্বর ১৩১১১২০০১৮৭৬৩ এর অনূকুলে ফি প্রদান করে জমা রশিদ আবেদনের সময় আপলোড করতে হবে। যেকোন প্রয়োজনে [email protected] ইমেইলে এবং ০১৯১৫২৭৭৭৩৩ ও ০১৭৫৫৯৫৯৪৭৭ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে।

এ বিষয়ে এইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মাদ জাফার সাদেক বলেন, “গত কনভোকেশন হয়েছিল ২০১৭ সালে। মাঝখানে ফ্যাসিস্ট সরকারের অসহযোগিতার কারণে কনভোকেশন আয়োজন করতে পারেনি এইউবি। এবারের কনভোকেশনের মাধ্যমে এশিয়ান ইউনিভার্সিটি এগিয়ে যাবে তার স্ব-মহিমায়। বিগত সময়ের মত দেশকে উপহার দিবে সৎ দক্ষ, যোগ্য ও নৈতিকতা সম্পন্ন গ্র‍্যাজুয়েট।”

কনভোকেশনকে সফল করার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. শাহজাহান খান।

ঢাকা/আরিফুল/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন য ন করত

এছাড়াও পড়ুন:

মিতালিকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন মান্ধানা

দুই ঘণ্টার বৃষ্টিবিঘ্নের পর অবশেষে নাবি মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে শুরু হয়েছে নারী ক্রিকেট বিশ্বকাপ-২০২৫ এর প্রতীক্ষিত ফাইনাল। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। আর ব্যাট হাতে মাঠে নামে ভারত।

শুরুটা দারুণ করে ‘উইমেন ইন ব্লু’। ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা গড়েন ১০৪ রানের জুটি। এই রানের মাথায় ব্যক্তিগত ৪৫ রানে আউট হন মান্ধানা। আর তাতেই রচনা হয় নতুন ইতিহাস। মিতালি রাজকে পেছনে ফেলে বিশ্বকাপের এক আসরে ভারতের পক্ষে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যান মান্ধানা।

আরো পড়ুন:

গৌহাটি টেস্টে ‘লাঞ্চের আগে টি-ব্রেক’! জানুন কেন এই ব্যতিক্রম

রোহিতের সেঞ্চুরির ‘হাফ-সেঞ্চুরি’, ঢুকলেন এলিট ক্লাবে

চলতি বিশ্বকাপে ৯ ইনিংসে মান্ধানার মোট রান ৪৩৪, যা ২০১৭ সালের আসরে মিতালি রাজের করা ৪০৯ রানের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

ভারতের হয়ে এক বিশ্বকাপে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকা:
৪৩৪ – স্মৃতি মান্ধানা (২০২৫)
৪০৯ – মিতালি রাজ (২০১৭)
৩৮১ – পুনম রাউত (২০১৭)
৩৫৯ – হারমানপ্রীত কৌর (২০১৭)
৩২৭ – স্মৃতি মান্ধানা (২০২২)

এবারের আসরে দুর্দান্ত ছন্দে ছিলেন মান্ধানা:
এখন পর্যন্ত দুইটি ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন স্মৃতি মান্ধানা। ২০১৭ সালের আসরেই প্রথম আলোচনায় আসেন তিনি। করেছিলেন ৩২৭ রান। আর এবার ২০২৫ বিশ্বকাপে তার ব্যাট থেকে এসেছে ৫৪.২৫ গড়ে ৪৩৪ রান। যা তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স।

তবে শুরুটা কিন্তু খুব একটা উজ্জ্বল ছিল না। প্রথম তিন ম্যাচে তিনি করেছিলেন মাত্র ৪৬ রান। কিন্তু এরপরই যেন জেগে ওঠেন। টানা দুটি ফিফটির পর নিউ জিল্যান্ডের বিপক্ষে করেন দুর্দান্ত এক সেঞ্চুরি।

সেমিফাইনালে ভালো শুরু করেও বড় ইনিংসে রূপ দিতে পারেননি ২৯ বছর বয়সী এই ওপেনার। ফাইনালেও ভালো সূচনা করে ৫৮ বলে ৮টি চার মেরে ৪৫ রানে সাজঘরে ফেরেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • স্তম্ভিত হারমানপ্রীত, আবেগ-রোমাঞ্চ-গর্ব-ভালোবাসায় মিলেমিশে একাকার
  • মিতালিকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন মান্ধানা