পটিয়ায় হাত-পা বাঁধা অজ্ঞাত মরদেহ উদ্ধার
Published: 23rd, January 2025 GMT
চট্টগ্রামের পটিয়ায় বেল্ট দিয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কচুয়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আজিমপুর এলাকায় সড়কের পাশে বিলের মধ্যে পাওয়া যায়।
জানা যায়, স্থানীয়রা বৃহস্পতিবার সকালে বিলের মধ্যে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করেন। নিহতে পরনে সাদা শার্ট ও জিন্স প্যান্ট ছিল। তার বয়স আনুমানিক ৩৫।
ধারণা করা হচ্ছে, অজ্ঞাত এ ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে মরদেহ এ নির্জন জায়গায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//