দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সুনিপুণ অভিনয়ের পাশাপাশি ভালো গানও করেন। এতদিন ভক্তরা তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন। এবার অভিনেতার গাওয়া গান শুনতে পাবেন তারা। প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন মোশাররফ করিম।
‘ভালো লাগে না’ শিরোনামের গানটি ব্যবহার করা হয়েছে মোশাররফ করিম অভিনীত ‘বিলডাকিনি’ সিনেমায়। এটি পরিচালনা করেছেন ফজলুল কবীর তুহিন। গানটির কথা ও সুর করেছেন মোশাররফ করিম নিজেই। বেশ আগে গানটি রচনা করেন তিনি। সম্প্রতি প্রকাশিত হয়েছে গানটি।
পরিচালক ফজলুল কবীর তুহিন গণমাধ্যমে বলেন, “প্রায়ই আড্ডাতে ‘ভালো লাগে না’ গানটি গাই আমরা। সিনেমার প্রেক্ষাপট অনুযায়ী জেলখানায় একটি গানের প্রয়োজন ছিল। আমার কাছে মনে হলো, দৃশ্যের সঙ্গে গানটি দারুণ মানিয়ে যাবে।”
আরো পড়ুন:
দুই নায়িকাকে নিয়ে জায়েদ খানের ডিগবাজি (ভিডিও)
সাইফের বাড়ির নিরাপত্তার দায়িত্ব নিলেন ‘কে.
পরের ঘটনা বর্ণনা করে ফজলুল কবীর তুহিন বলেন, “গানটি সিনেমায় ব্যবহারের জন্য মোশাররফ করিম ভাইকে জানাই। প্রস্তাব শুনে জানতে চান, গানটি গাইবে কে? তখন বলি, আপনার কণ্ঠেই ভালো হবে। তিনি সম্মতি দেন। এরপরই আমরা গানটি রেকর্ড করি।”
কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে একই নামে নির্মিত হয়েছে সিনেমা। এর কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও কলকাতার পার্নো মিত্র।
ঢাকা/রাহাত/শান্ত
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪
বন্দরে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২২ নং ওয়ার্ডের লের্জাস ১নং গল্লী এলাকার মৃত আজিম মিয়ার ছেলে বন্দর থানা ও নারায়ণগঞ্জ সদর থানার একাধিক জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রুবেল (৩৪) একই থানার সোনাকান্দা মসজিদ এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জনি (৩৫)|r
একই থানার রামনগর এলাকার মৃত সিদ্দিক মুন্সী ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আব্দুল কুদ্দুস (৫২) ও গকুলদাশেরবাগ এলাকার আনোয়ার মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইব্রাহিম (৩০)।