যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি সৌদি যুবরাজের
Published: 23rd, January 2025 GMT
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন জানানোর সময় তিনি এ প্রতিশ্রুতি দেন।
সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবার ট্রাম্পের শপথ গ্রহণের পর এক ফোনালাপে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশটির কার্যত নেতা যুবরাজ মোহাম্মদ বড় অংকের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন।
ট্রাম্প তার প্রথম মেয়াদে রিয়াদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। নতুন মেয়াদে তিনি সৌদি আরবকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাপ দেবেন বলে আশা করা হচ্ছে।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, “যুবরাজ আগামী চার বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ এবং বাণিজ্য সম্প্রসারণের ইচ্ছার কথা নিশ্চিত করেছেন এবং এর পরিমাণ আরো বেশি হতে পারে।”
এই তহবিলের উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান জানায়নি বার্তা সংস্থাটি। তবে বিনিয়োগের এই অংক সৌদি জিডিপির অর্ধেকেরও বেশি প্রতিনিধিত্ব করে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
অমর একুশে বইমেলা, ২০২৬ চলতি বছরের ১৭ ডিসেম্বর শুরু হবে। চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার তারিখ নির্ধারণ-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিস্তারিত আসছে...
ঢাকা/রায়হান/রফিক